Google Pay: Google Pay-এর মাধ্যমে পিন নম্বর ছাড়াই সহজে করা যাবে পেমেন্ট! দেখে নিন কীভাবে
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Google Pay ভারতের ইউজারদের জন্য UPI Lite ফিচার চালু করা শুরু করেছে।
advertisement
1/8

করোনা মহামারীর পর থেকে ভারতে তেজ গতিতে বৃদ্ধি পেয়েছে ডিজিটাল পেমেন্ট। ঘরে বসে যে কোনও জিনিস ক্রয় করে ডিজিটাল পেমেন্ট করা খুবই সুবিধার। এছাড়াও ডিজিটাল পেমেন্টের ফলে পকেটে করে টাকা নিয়ে ঘুরতে হয় না। বর্তমানে ছোট বা বড় প্রায় সকল দোকানেই ডিজিটাল পেমেন্ট করা যায়। ভারতে এখন খুবই জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট। এর জন্য বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। সম্প্রতি জনপ্রিয় Google Pay ভারতের ইউজারদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে।
advertisement
2/8
Google Pay ভারতের ইউজারদের জন্য UPI Lite ফিচার চালু করা শুরু করেছে। এই UPI Lite ফিচারের সাহায্যে Google Pay-এর ইউজাররা দৈনন্দিন চাহিদার নানা পরিষেবা, যেমন - মুদির দোকান, স্ন্যাকস এবং ক্যাবের জন্য দ্রুত অর্থ প্রদান করতে সক্ষম হবেন।
advertisement
3/8
UPI Lite বিগত বছরের সেপ্টেম্বর মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক চালু করেছিল। এটি একটি ডিজিটাল পেমেন্ট পরিষেবা যা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা ডিজাইন করা হয়েছে।
advertisement
4/8
এতে ইউজাররা তাঁদের UPI Lite অ্যাকাউন্টে এক ক্লিকে ২০০ টাকা পর্যন্ত টাকা পাঠাতে পারবেন। এই পরিষেবাতে লেনদেনের জন্য পিন এন্টার করতে হবে না। UPI Lite এর লক্ষ্য ডিজিটাল পেমেন্ট সহজ এবং দ্রুত করা।
advertisement
5/8
UPI Lite ইউজারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। কিন্তু, এটি রিয়েল টাইমে ব্যাঙ্কের কোর ব্যাঙ্কিং সিস্টেমের উপর নির্ভর করে না। UPI লাইটের মাধ্যমে সর্বোচ্চ লেনদেনের সময় এর সাফল্যের হার খুব বেশি।
advertisement
6/8
ইউজাররা এই পরিষেবাতে দিনে দুবার ২,০০০ টাকা পর্যন্ত লোড করতে পারেন এবং একবারে ২০০ টাকা পর্যন্ত দিতে পারেন। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, Paytm এবং PhonePe-এর মতো প্ল্যাটফর্মগুলি ইতিমধ্যে তাদের প্ল্যাটফর্মে এই ফিচার চালু করেছে।
advertisement
7/8
বর্তমানে ১৫টি ব্যাঙ্ক UPI Lite সমর্থন করে। Google Pay-তে UPI Lite সক্রিয় করতে ইউজারদের সেই অ্যাপটি খুলতে হবে। তারপর স্ক্রিনের উপরের ডানদিকের কোণ থেকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।
advertisement
8/8
এরপর নিচে স্ক্রল করতে হবে এবং UPI Lite ফিচারটি খুঁজে নিতে হবে। এরপর সেখানে ক্লিক করতে হবে। এরপর নির্দেশাবলী এবং বিবরণ সহ একটি নতুন স্ক্রিন উপস্থিত হবে। এরপর ইউজারদের activate UPI Lite অপশনে ক্লিক করতে হবে। এরপর ইউজারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে এবং পরবর্তী প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।