TRENDING:

পুলিশ কোথায় জরিমানা নিচ্ছে এ বার জানিয়ে দেবে গুগল ম্যাপস

Last Updated:
advertisement
1/6
পুলিশ কোথায় জরিমানা নিচ্ছে এ বার জানিয়ে দেবে গুগল ম্যাপস
ফের নতুন ফিচার আসতে চলেছে গুগল ম্যাপস। এবারের নতুন ফিচার তাঁদের জন্য বেশি কার্যকরী যারা দ্রুত গতিতে গাড়ি চালাতে পছন্দ করেন।
advertisement
2/6
এই ফিচার বলে দেবে রাস্তায় কোথায় পুলিশ আপনাকে থামিয়ে জরিমানা করছে। এর ফলে আপনি আগের থেকে গাড়ির গতি কমিয়ে নিতে পারবেন আর জরিমানার হাত থেকেও রক্ষা পাবেন আপনি।
advertisement
3/6
এছাড়াও দুর্ঘটনা প্রবন এলাকা ম্যাপে চিহ্নিত করতে পারবেন আপনি। এর ফলে আপনি চাইলে অন্য রাস্তা দিয়েও যেতে পারবেন ম্যাপের একান্তর রুট দেখে।
advertisement
4/6
একই সাথে আপনি রাস্তায় কোনও দুর্ঘটনা দেখেলে বা স্পিড লিমিট দেখলে সেটাও জানাতে পারবেন।
advertisement
5/6
এখনও অফিসিয়ালি এই ফিচারের কথা জানায়নি গুগল। কবে থেকে এই ফিচার চালু হবে তাও এখনও জানা যায় নি।
advertisement
6/6
জানুয়ারি মাসে অ্যানড্রয়েড পুলিশ ওয়েবসাইটে প্রথম এই ফিচার সামনে এসেছিল। সেই রিপোর্টে প্রকাশিত স্ক্রিন শট অনুযায়ী ম্যাপে কমলা রঙে রাস্তা দেখা যাবে আর ক্যামেরা গুলি নীল রঙে দেখা যাবে। ক্যামেরা কাছে এলে গুগল ম্যাপ তা জানিয়ে দেবে। স্ক্রিনে ডান দিকে নীচে প্রত্যেক ক্যামেরার স্পিড লিমিট লেখা থাকবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
পুলিশ কোথায় জরিমানা নিচ্ছে এ বার জানিয়ে দেবে গুগল ম্যাপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল