TRENDING:

Google Chrome Alert: গুগল ক্রোম নিয়ে নয়া সতর্কতা জারি করল কেন্দ্র, আপনি দুটো ভার্সন ব্যবহার করছেন এখনও?

Last Updated:
Technology News: সম্প্রতি সিকিউরিটি বুলেটিন জারি করেছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। সেখানে তারা বলেছে, ‘গুগল ক্রোমে একাধিক দুর্বলতা দেখা গিয়েছে। হ্যাকাররা অনায়াসে যে কোনও সিস্টেম হ্যাক করতে পারে’।
advertisement
1/6
গুগল ক্রোম নিয়ে নয়া সতর্কতা জারি করল কেন্দ্র,আপনি কোন ভার্সন ব্যবহার করছেন এখন?
‘নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা’। গুগল ক্রোম ইউজারদের এই ভাষাতেই সতর্ক করেছে কেন্দ্র সরকার। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)-ও নিরাপত্তা ইস্যুতে গুগল ক্রোমের র‍্যাঙ্কিং কমিয়েছে। এতেও চিন্তা বাড়ছে ইউজারদের।
advertisement
2/6
সম্প্রতি সিকিউরিটি বুলেটিন জারি করেছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। সেখানে তারা বলেছে, ‘গুগল ক্রোমে একাধিক দুর্বলতা দেখা গিয়েছে। হ্যাকাররা অনায়াসে যে কোনও সিস্টেম হ্যাক করতে পারে’। এমনটা হলে গুগল ক্রোমে ইউজারের কোনও তথ্যই আর নিরাপদ নয়।
advertisement
3/6
গুগল ক্রোমের কোন ভার্সানে ঝুঁকি বেশি: বুলেটিনে স্পষ্ট ভাবে বলা হয়েছে, উইন্ডোজ এবং লিনাক্সে যারা সর্বশেষ ভার্সানের আগের ভার্সান ব্যবহার করছেন, তাঁদের ঝুঁকি সবচেয়ে বেশি। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম দুটি ভার্সানের কথা জানিয়েছে। সেগুলি হল - উইন্ডোজ এবং ম্যাকের জন্য 122.0.6261.111/.112 -এর আগের গুগল ক্রোম ভার্সন এবং লিনাক্সের জন্য 122.0.6261.111 এর আগের গুগল ক্রোম ভার্সন।
advertisement
4/6
ভারত সরকারের সাইবার সিকিউরিটি এজেন্সি বিশ্বাস করে যে গুগল ক্রোমকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। ক্ষতিকারক কোড ঢোকানো যায় খুব সহজেই। ফলে ইউজারের ব্যক্তিগত তথ্য অনায়াসে হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। প্রসঙ্গত বলে রাখা ভাল, সার্চ মার্কেটের প্রায় ৬৬ শতাংশ গুগ্ল ক্রোমের দখলে। তাই সমস্ত মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ ইউজারদের সতর্ক হওয়া উচিত।
advertisement
5/6
কী করা উচিত: এই পরিস্থিতিতে গুগলের সর্বশেষ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন টেক বিশেষজ্ঞরা। গুগলও জানিয়েছে, লেটেস্ট ভার্সনে ২২ ধরণের নিরাপত্তা আপডেট করা হয়েছে, যা ইউজারদের গোপনীয়তা রক্ষা করবে। কেন্দ্র সরকারও ইউজারদের সর্বশেষ সংস্করণ আপডেট করার পরামর্শ দিয়েছে। গুগল সম্প্রতি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য ক্রোম আপডেট করেছে 96.0.4664.93, যা সমস্ত ইউজাররা ব্যবহার করতে পারবেন।
advertisement
6/6
পাশাপাশি কম পরিচিত বা অজানা ওয়েবসাইটে ভিজিটের সময় চোখ কান খোলা রাখতে হবে। থার্ড পার্টি লিঙ্কে ক্লিক করলে চলবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নির্দিষ্ট সময় অন্তর গুগল ক্রোম ব্রাউজার আপডেট করতে হবে। তবেই সুরক্ষিত থাকবে ব্যক্তিগত তথ্য।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Google Chrome Alert: গুগল ক্রোম নিয়ে নয়া সতর্কতা জারি করল কেন্দ্র, আপনি দুটো ভার্সন ব্যবহার করছেন এখনও?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল