advertisement
1/7

এয়ারপোর্টে পৌঁছে চেক ইন করার পরে বিমান দেরির খবর পাওয়ার অনুভুতি আনেকের ই আছে, আর ব্যাপারটা একটুও সুখকর নয়। ( Photo collected)
advertisement
2/7
এই সমস্যার সমাধানে এবার বাড়ি থেকে বেরনোর আগেই আপনার ফ্লাইট স্ট্যাটাস জানিয়ে দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট। (Photo collected)
advertisement
3/7
সব বিমানের তথ্য একত্রিত করে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও মেশিন লার্নিং এর ব্যবহার করে সেই তথ্য পর্যালোচনা করে বিমান দেরিতে ছাড়বে কী না তা জানিয়ে দেবে গুগল। (Photo collected)
advertisement
4/7
বিমান কোম্পানি আপনাকে দেরিতে বিমান ওড়ার খবর দেওয়া অনেক আগেই সেই খবর আপনার কাছে পৌঁছে দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট।(Photo collected)
advertisement
5/7
এই বছরের শুরুতে গুগল ফ্লাইটস অ্যাপের মধ্যে প্রথম এই ফিচার শুরু হয়েছিল। গুগল দাবি করেছে এই প্রোগ্রামে কম্পিউটার যদি কোন বিমান দেরি করে ছাড়বে বলে মনে করে তবে ৮৫ শতংশ সময় তা সত্যি হয়। (Photo collected)
advertisement
6/7
গুগল অ্যাসিস্ট্যান্টে লগ ইন করে কন্ঠস্বর ব্যবহার করে অথবা টাইপ করে নিজের ফ্লাইট সম্পর্কে জানতে চাইলে বিমান সময়ে ছাড়বে না দেরি করবে তা জানিয়ে দেবে গুগল। (Photo collected)
advertisement
7/7
এছাড়াও যে সব গ্রাহকের ফ্লাইট দেরিতে ছাড়বে তাদের স্মার্টফোনে নোটিফিকেশানের মাধ্যমে এই খবর জানিয়ে দেবে জানিয়ে দেবে গুগল এর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। (Photo collected)