Flipkart Sale on iPhone: শখ ১৬ আনা, খরচে পিছপা? Flipkart-এ জলের দরে মিলছে iPhone ১২! এই দাম স্বপ্নেও ভাবতে পারবেন না
- Published by:Teesta Barman
- trending desk
Last Updated:
Flipkart Sale on iPhone: লেটেস্ট ফিচার এবং পারফরমেন্সের সঙ্গে আইফোন ১২ হাতে তুলে নেওয়ার জন্য তর সইবে না ইউজারদের। কারণ খুব সস্তায় পাওয়া যাচ্ছে। এই দামে আইফোন কেনার কথা স্বপ্নেও ভাবা যায় না।
advertisement
1/10

ফ্লিপকার্টে ব্যাপক ছাড়ে মিলছে অ্যাপলের আইফোন ১২। ব্যাঙ্ক ডিসকাউন্টের সঙ্গে মিলবে এক্সচেঞ্জ ডিল-ও। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দুনিয়া ছেড়ে যাঁরা অ্যাপলের ইকোসিস্টেমে পা রাখতে চান, তাঁদের জন্য এটা আদর্শ।
advertisement
2/10
লেটেস্ট ফিচার এবং পারফরমেন্সের সঙ্গে আইফোন ১২ হাতে তুলে নেওয়ার জন্য তর সইবে না ইউজারদের। কারণ খুব সস্তায় পাওয়া যাচ্ছে। এই দামে আইফোন কেনার কথা স্বপ্নেও ভাবা যায় না। দেখে নেওয়া যাক ফ্লিপকার্টে কত ডিসকাউন্টে মিলছে আইফোন ১২।
advertisement
3/10
আইফোন ১২-এর আসল দাম ৪৯,৯৯০ টাকা। যাইহোক, ফ্লিপকার্টে সেটাই পাওয়া যাচ্ছে ৩৯,৯৯০ টাকায়। অর্থাৎ প্রায় ১০ হাজার টাকা কম। শতকরার হিসেবে দেখলে, ফ্লিপকার্ট থেকে কিনলে আইফোন ১২-এ ১৯ শতাংশ ডিসকাউন্ট মিলছে।
advertisement
4/10
এখানেই শেষ নয়। আরও অফার রয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক, ব্যাঙ্ক ডিল। এখন গ্রাহক যদি অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে ফ্লিপকার্ট থেকে আইফোন ১২ কেনেন তাহলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
advertisement
5/10
এরপর রয়েছে এক্সচেঞ্জ অফার। ফ্লিপকার্টে এক্সচেঞ্জ অফারে আইফোন ১২ কিনলে দাম ৩৬ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
advertisement
6/10
এক্সচেঞ্জ অফারে গ্রাহককে তাঁর পুরনো স্মার্টফোন দিতে হবে। বদলে আইফোন ১২-এ এই ছাড় পাবেন তিনি। বলে রাখা ভাল, পুরনো স্মার্টফোনের মডেল এবং কার্যকারিতার উপর দাম বা এক্সচেঞ্জ ভ্যালু নির্ধারণ করা হবে।
advertisement
7/10
প্রসঙ্গত, আইফোন ১২-এ 6.10-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1170x2532 পিক্সেল। দেওয়া হয়েছে হেক্সা-কোর Apple A14 Bionic প্রসেসর।
advertisement
8/10
আইফোন ১২ iOS-এ কাজ করে এবং এতে 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ডুয়াল সিম (GSM এবং GSM) মোবাইল যা ন্যানো সিম এবং eSIM কার্ডের সঙ্গে আসে।
advertisement
9/10
আইফোন ১২-এর ওজন 164.00 গ্রাম। ফোনটি কালো, সাদা, লাল, নীল এবং সবুজ রঙে লঞ্চ হয়েছিল। ধুলো এবং জল থেকে সুরক্ষার IP68 রেটিং রয়েছে। Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax, GPS, NFC, Lightning, 3G, এবং 4G রয়েছে।
advertisement
10/10
ফোনের সেন্সর সম্পর্কে বললে, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, ব্যারোমিটার এবং কম্পাস/ম্যাগনেটোমিটার দেওয়া হয়েছে। সঙ্গে 3D ফেস রিকগনিশন।