কারেন্ট পোড়াবে কম, মাসের শেষে প্রচুর টাকা বাঁচাবে, এমন এসি এবার এল বাজারে
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
ডোমেস্টিক এয়ার কন্ডিশনারের দুনিয়ায় প্রবেশ করল Elista। আসলে আজকাল গ্রীষ্মের মরশুমে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যাচ্ছে। আর মাত্রাছাড়া এই হাঁসফাঁস গরমে এসি-র ঠান্ডা হাওয়াতেই মেলে স্বস্তি।
advertisement
1/6

ডোমেস্টিক এয়ার কন্ডিশনারের দুনিয়ায় প্রবেশ করল Elista। আসলে আজকাল গ্রীষ্মের মরশুমে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যাচ্ছে। আর মাত্রাছাড়া এই হাঁসফাঁস গরমে এসি-র ঠান্ডা হাওয়াতেই মেলে স্বস্তি। সেই কথা মাথায় রেখেই Elista লঞ্চ করল EL-SAC Residential Air Conditioners-এর নতুন রেঞ্জ। সমস্ত মডেলই তৈরি হচ্ছে ভারতে। ফলে বিশেষ ভাবে ভারতীয় বাড়িগুলির চাহিদার কথা মাথায় রেখেই এগুলি ডিজাইন করা হয়েছে।
advertisement
2/6
বাজারে ৬টি মডেল:Elista-র নতুন রেঞ্জে রয়েছে মোট ৬টি মডেল। যেগুলির টন ক্যাপাসিটি মোটামুটি ১ থেকে ২ টন রেঞ্জের মধ্যেই। এক্ষেত্রে গ্রাহকরা পেয়ে যাবেন ইনভার্টার এবং ফিক্সড-স্পিড অপশন। ফলে যাতে প্রতিটি ধরনের ঘরের মাপ এবং বাজেটের জন্য একটি উপযুক্ত মডেল পাওয়া যাবে। এই এসি-তে রয়েছে ১০০ শতাংশ কপার কনডেন্সার। যা দুর্দান্ত কুলিংয়ের সুবিধা তো দেয়ই। সেই সঙ্গে মরিচা বা রাস্ট প্রতিরোধ করে। আর এর পারফরম্যান্সও দীর্ঘস্থায়ী হয়।
advertisement
3/6
৫-স্টার রেটিং:এই সিরিজের স্পেশ্যাল মডেলটি হল EL-SAC18-5INVBP5। এটি আসলে ১.৫ টন ইনভার্টার এসি। যা ৫-স্টার এনার্জি রেটিং পেয়েছে। যাঁরা বিদ্যুতের বিলের বোঝা সহ্য করতে পারবেন না, তাঁদের জন্য এটি সেরা। আবার কুলিংয়ের ক্ষেত্রেও আপোস করতে হবে না। এই এসি-তে রয়েছে R-32 রেফ্রিজারেন্ট। যা পরিবেশের জন্য অত্যন্ত নিরাপদ। এর পাশাপাশি এই এসি শুধুমাত্র ০.৫ ওয়াট ইলেকট্রিসিটি খরচ করে, তা-ও স্ট্যান্টবাই মোডে।
advertisement
4/6
একাধিক মডেল:Elista-র এসিতে রয়েছে HealthMAX Technology। যার মধ্যে রয়েছে একটি 3-in-1 anti-virus HD filter। এই ফিল্টারটি বাতাসে উপস্থিত ক্ষতিকর কণা দূর করে। ঘরের বাতাসকে বিশুদ্ধ রাখে। এর মধ্যে রয়েছে Sleep Mode এবং Hidden LED Display। আর সবথেকে বড় কথা হল, এই এসি-তে তেমন আওয়াজ হয় না।
advertisement
5/6
ফিচারও দুর্দান্ত:নিরাপত্তার জন্য এসি-তে Elista এনেছে অ্যান্টি-রাস্ট ডিজাইন, ডিউ প্রিভেনশন এবং ফায়ারপ্রুফ ইলেকট্রিক্যাল বক্সের মতো ফিচার। এর পাশাপাশি রয়েছে সেলফ-ডায়াগনোসিস এবং এরর অ্যালার্মের সুবিধা। ইনভার্টার এসি-তে মিলবে ১০ বছরের warranty এবং ফিক্সড-স্পিড মডেলে মিলবে ৫ বছরের warranty।
advertisement
6/6
দাম কত?Elista-র নতুন এসি মডেল সারা ভারত জুড়েই কোম্পানির ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাবে। ১ টন ইনভার্টার মডেলের দাম ৪৪৪৯০ টাকা। আর ২ টন ইনভার্টার মডেলের দাম ৬৫৯০০ টাকা।