TRENDING:

২০ পয়সা প্রতি কিমি! এই স্কুটার একবার কিনে নিলে বাঁচবে অনেক টাকা

Last Updated:
Hope Leo electric scooter: পেট্রোলের যা দাম, তাতে এই স্কুটার আপনার অনেক টাকা বাঁচিয়ে দেবে।
advertisement
1/5
২০ পয়সা প্রতি কিমি! এই স্কুটার একবার কিনে নিলে বাঁচবে অনেক টাকা
Hop Electric নামে একটি স্টার্টআপ তাদের নতুন Leo Electric স্কুটার লঞ্চ করেছে। এই স্কুটারের বিশেষত্ব হল, লো মেইনটেনেন্স ও লম্বা রেঞ্জ।
advertisement
2/5
৯৭ হাজার টাকা দাম রাখা হয়েছে এই স্কুটারের। গ্রে, হোয়াইট, ব্ল্যাক, রেড ও ব্লু কালার-এ পাওয়া যাবে এটি।
advertisement
3/5
এই ই-স্কুটারে 2.2 kWh ব্যাটারি রয়েছে। এর BLDC Hum বৈদ্যুতিক মোটর 90 Nm টর্ক জেনারেট করে। এটি একটি বিশেষ মোটর দ্বারা চালিত যাতে সাইনোসয়েডাল এফওসি ভেক্টর কন্ট্রোলার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
advertisement
4/5
এই স্কুটারের ব্যাটারি চার্জ হতেও খুব কম সময় লাগে। এর লিথিয়াম আয়ন ব্যাটারি মাত্র আড়াই ঘন্টায় ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। কোম্পানি একটি ৮৫০-ওয়াটের স্মার্ট চার্জার দিচ্ছে।
advertisement
5/5
ফুল চার্জে এই ই-বাইক ১২০ কিমি পথ চলবে। প্রতি কিমিতে ২০ পয়সা করে খরচ হবে। চারটি ড্রাইভিং মোডস রয়েছে এতে। এলইডি ডিজিটাল কনসোল রয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
২০ পয়সা প্রতি কিমি! এই স্কুটার একবার কিনে নিলে বাঁচবে অনেক টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল