লকডাউনের মাঝেই Airtel ধামাকা অফার, এবার ১০০ টাকার রিচার্জে পেয়ে যান ১৫ জিবি ডেটা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ওয়ার্ক ফ্রম হোমে কর্মরত কর্মীদের জন্য দুর্দান্ত এই দুটি প্ল্যান
advertisement
1/5

লকডাউনের মাঝেই মোবাইল গ্রাহকদের জন্য সুখবর নিয়ে Airtel। এবার গ্রহাকদের জন্য সস্তার দুটি প্ল্যান নিয়ে হাজির Airtel। কোম্পানি দুটি অ্যাড অন প্ল্যান নিয়ে এসে যা সব থেকে বেশি কাজে লাগবে ওয়ার্ক ফ্রম হোম গ্রহাকদের।
advertisement
2/5
কোম্পানি নতুন অ্যাড অন প্লনাটির দাম ১০০ টাকা রেখেছে। এতে গ্রাহকরা পেয়ে যাবে ১৫জিবি ডেটা যে ওয়ার্ক ফ্রম হোম গ্রহাকদের কাজে লাগবে। এই প্ল্যানটি শুধুমাত্র পোস্টপেড গ্রাহকদের জন্য।
advertisement
3/5
কোম্পানির দ্বিতীয় অ্যাড অন প্ল্যানটির দাম ২০০ টাকা। ২০০ টাকা দিয়ে রিচার্জ করতে গ্রাহকরা পেয়ে যাবে ৩৫জিবি ডেটা।
advertisement
4/5
অন্ধ্রপ্রদেশ, দিল্লি-এনসিআর, তামিলনাড়ুতে এয়ারটেলের পোস্টপেড প্ল্যান শুরু হয় ৩৪৯ টাকা থেকে। এতে গ্রাহকরা পেয়ে যান আনলিমিতেদ কলিং-এর সঙ্গে ৫জিবি রোলওভার ডেটা আর দিনে ১০০টি করে এসএমএস। এছারাো গেয়াহক্রা পেয়ে থাকে Zee5 আর এয়ারটেল টিভির প্রিমিয়াম সাবস্ক্রিপশন।
advertisement
5/5
অন্যদিকে এয়ারটেলের প্রিমিয়াম পোস্টপেড প্ল্যান শুরু হয় ৪৯৯ টাকা থেকে। এতে গ্রাহকরা পেয়ে যায় আনলিমিতেদ কলিং-এর সঙ্গে ৭৫জিবি রোলওভার ডেটা আর দিনে ১০০টি করে এসএমএস। এছারাো গেয়াহক্রা পেয়ে থাকে Zee5 আর AirtelXtreme প্রিমিয়াম সাবস্ক্রিপশন।