TRENDING:

এসি চলবে, বিল আসবে ফ্যান চলার মতো! 'এই' সংখ্যা মনে রাখুন, গরমে আর চিন্তা নেই

Last Updated:
Air conditioner proper temperature: এসি কেনার পর বেশিরভাগ মানুষের চিন্তার কারণ হয়, ইলেকট্রিক বিল। তবে ঠিকঠাক তাপমাত্রায় এসি চালালে বিদ্যুতের বিল নিয়ন্ত্রণে রাখা যায়। অনেকেই অবশ্য ২০-২১ ডিগ্রি সেলসিয়াসে এসি চালান। তাতে ইলেকট্রিক বিলের জন্য খরচ হয় বেশি।
advertisement
1/6
এসি চলবে, বিল আসবে ফ্যান চলার মতো! 'এই' সংখ্যা মনে রাখুন, গরমে আর চিন্তা নেই
এসি কেনার পর বেশিরভাগ মানুষের চিন্তার কারণ হয়, ইলেকট্রিক বিল। তবে ঠিকঠাক তাপমাত্রায় এসি চালালে বিদ্যুতের বিল নিয়ন্ত্রণে রাখা যায়। অনেকেই অবশ্য ২০-২১ ডিগ্রি সেলসিয়াসে এসি চালান। তাতে ইলেকট্রিক বিলের জন্য খরচ হয় বেশি।
advertisement
2/6
অনেকে খুব তাপমাত্রায় থাকতে পছন্দ করেন। তাঁরা বেশিভাগ সময় ২০ বা ২১ ডিগ্রি সেলসিয়াসে এসি চালান। এতে বিদ্যুতের খরচ হয় বেশি। তবে আজ আমরা যে তাপমাত্রার কথা বলব তাতে খুব বেশি কুলিং হবে না। তবে পকেট বাঁচবে, এমনকী ঘরের পরিবেশ হবে আরামদায়ক।
advertisement
3/6
গরমকালে দিনের বেলা হোক বা রাত, চেষ্টা করুন এসি ২৬ ডিগ্রি তাপমাত্রায় চালানোর। সঙ্গে দরকার হলে ফ্যান চালান। এতে বিদ্যুতের বিলে সাশ্রয় হবে। আর ঘরের তাপমাত্রা থাকবে আরামদায়ক।
advertisement
4/6
কেন্দ্রীয় সরকারের শক্তি মন্ত্রক কিছুদিন আগে ২৬ ডিগ্রি সেলসিয়াল তাপমাত্রায় এসি চালানোর পরামর্শ দিয়েছিল। এতে শুধু বিদ্যুতের বিলই বাঁচবে না, আপনার শরীরে এসির জন্য সমস্যা খুব বেশি হবে না। শরীর ফিট থাকবে।
advertisement
5/6
আপনি চাইলে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও ডিফল্ট হিসেবে রাখতে পারেন। সঙ্গে দরকার পড়লে ফ্যান চালান। তাতেও কোনও সমস্যা নেই।
advertisement
6/6
বিশেষজ্ঞরা বলছেন, ২৪, ২৫, ২৬ ডিগ্রি তাপমাত্রায় এসি চালালে এসি-র ফিটনেস ভাল থাকে। আর বিদ্যুতের বিল থাকে সাধ্যের মধ্যে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এসি চলবে, বিল আসবে ফ্যান চলার মতো! 'এই' সংখ্যা মনে রাখুন, গরমে আর চিন্তা নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল