TRENDING:

DIY: ব্যথার ওষুধ দিয়ে কাপড় কাচুন! ওয়াশিং মেশিনে একটা ওষুধ ফেলে দিন! তারপর দেখুন কী হয়

Last Updated:
DIY: জামাকাপড় সাদা করার জন্য একটি ওষুধ ব্যবহার করা যেতে পারে। জানলে চমকে যাবেন
advertisement
1/6
ব্যথার ওষুধ দিয়ে কাপড় কাচুন! ওয়াশিং মেশিনে একটা ওষুধ ফেলে দিন! তারপর দেখুন কী হয়
বেশিরভাগ মানুষই ওয়াশিং মেশিনে কাপড় কাচেন। সেজন্য ভাল এবং দামি ডিটারজেন্টও কেনেন। কিন্তু তাতেও যেন মনের মতো হয় না। বিশেষত, সাদা পোশাকের ক্ষেত্রে। খুব কম ডিটারজেন্ট রয়েছে যা ভাল কাজ করে।তবে এমন একটি কৌশল রয়েছে, যা ব্যবহার করলে সাদা পোশাক আরও উজ্জ্বল হয়ে উঠবে।
advertisement
2/6
জামাকাপড় সাদা করার জন্য একটি ওষুধ ব্যবহার করা যেতে পারে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে যে ওষুধ ব্যবহার করা হয়, তা-ই কাজে লাগতে পারে সাদা কাপড়কে উজ্জ্বল করতেও। আর সেই ওষুধটির নাম হল অ্যাসপিরিন। মাত্র পাঁচটি অ্যাসপিরিন ট্যাবলেট লাগবে, যার প্রতিটির পরিমাণ হতে হবে প্রায় ৩২৫ মিলিগ্রাম।
advertisement
3/6
যেভাবে অ্যাসপিরিন ব্যবহার করতে হবে— ট্যাবলেটটি একটি বড় পাত্রে রেখে গরম জলে দ্রবীভূত করে নিতে হবে। সমস্ত ট্যাবলেট দ্রবীভূত না হওয়া পর্যন্ত ভাল করে জল নাড়িয়ে যেতে হবে। তাড়াতাড়ি যাতে গলে যায় সেজন্য প্রথমেই ট্যাবলেটগুলি ভেঙে গুঁড়িয়ে নেওয়া যেতে পারে।
advertisement
4/6
এর পরে, এই দ্রবণটি ওয়াশিং মেশিনে সাদা কাপড়ে ঢেলে দিতে হবে। তবে মনে রাখতে হবে, এই পদ্ধতি সব থেকে ভাল কাজ করবে যদি কাপড়গুলি প্রায় ৮ ঘণ্টা ভিজিয়ে রাখা হয়।
advertisement
5/6
তবে সময় কিছুটা কম হলেও সমস্যা নেই। কারণ এই ওষুধ খুবই ভাল কাজ করে। তবে সাদা কাপড় ধোয়ার আগে এটাও জেনে রাখা প্রয়োজন যে, কিছু রিপোর্ট বলছে, অ্যাসপিরিন দিয়ে সাদা জামা ধোয়া হলে তা সাধারণ জলে ধোয়ার চেয়ে ভাল ফল অবশ্যই দিতে পারে। তবে কখনই ব্লিচের মতো কার্যকর হবে না।
advertisement
6/6
শুধু তাই নয়, কিছু প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে যে জামাকাপড় সাদা হওয়ার পিছনে আসল কারণ অ্যাসপিরিন গুলে দেওয়া নয়; বরং গরম জলে ৮ ঘণ্টা ভিজিয়ে রাখার ফলেই যাবতীয় ময়লা উঠে গিয়েছে ওই কাপড় থেকে। আর পরে ব্যবহারকারী ভেবেছেন অ্যাসপিরিনের কারণে এমনটা ঘটেছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
DIY: ব্যথার ওষুধ দিয়ে কাপড় কাচুন! ওয়াশিং মেশিনে একটা ওষুধ ফেলে দিন! তারপর দেখুন কী হয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল