Online Fraud: অনলাইন প্রতারণার শিকার ? সামান্য চেষ্টায় ফিরে পাবেন পুরো টাকা! কী ভাবে? জানুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Get Back Money After Online Fraud: অনলাইনের রমরমা ব্যবহারের ফলেই একদল অসাধুচক্র অনলাইনেই বসে আছে ফাঁদ পেতে। যার ফলে বেশিরভাগ সময়ই দেখা যায় অনলাইনে প্রতারণার শিকার হচ্ছেন বহু গ্রাহক
advertisement
1/6

বর্তমানে নগদ লেনদেনের বদলে অনলাইন অর্থ লেনদেনের প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। দশ টাকা হোক কিংবা ১০ লক্ষ টাকা অনলাইনের মাধ্যমে খুবই সহজে একজনের একাউন্টে টাকা অন্য গ্রাহকের একাউন্টে ঢুকে যেতে পারে।
advertisement
2/6
তবে সুবিধার পাশাপাশি রয়েছে অসুবিধাও, অনলাইনের রমরমা ব্যবহারের ফলেই একদল অসাধুচক্র অনলাইনেই বসে আছে ফাঁদ পেতে। যার ফলে বেশিরভাগ সময়ই দেখা যায় অনলাইনে প্রতারণার শিকার হয়ে নিজের জমানো কিংবা গচ্ছিত পুঁজি সমস্তটাই হারিয়েছেন গ্রাহক।
advertisement
3/6
অনেকেই অনলাইনে আর্থিক প্রতারণার পরে সামাজিক কিংবা পারিবারিক লজ্জার কারণে প্রতারণার অভিযোগ দায়ের করতে যান না। কিংবা অনেকেই মনে করেন প্রতারিত হওয়া অর্থ কোনদিনই ফেরত পাওয়া যাবে না, সেই কারণে আইনি ঝামেলায় জড়িয়ে লাভ নেই।
advertisement
4/6
তবে অনেকেই জানেন না পুলিশের সাইবার শাখা প্রতারিত ব্যক্তিদের থেকেও একাংশ উপরে। আর সেই কারণেই সাইবার প্রতারণা হওয়া তিনজনের টাকা উপযুক্ত গ্রাহককে ফিরিয়ে দিল রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা।
advertisement
5/6
সাইবার প্রতারণা থেকে মানুষকে বাঁচাল রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। সাইবার ক্রাইম এ প্রতারিত হওয়া তিন জনের প্রতারণা মূলক অর্থ উদ্ধার পুলিশের। সুজিত কর্মকার, বিদ্যুৎ সেন, নুপুর মন্ডলের সম্পূর্ণ প্রতারণা মূলক অর্থ তাঁদের হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ। যার মধ্যে সুজিত কর্মকারের ৩ লক্ষ ৭৬ হাজার টাকা, বিদ্যুৎ সেনের ৯৯ হাজার টাকা, নুপুর মন্ডলের ৭৫ হাজার টাকা।
advertisement
6/6
পুলিশ এর এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টাকা ফেরত পাওয়া ব্যক্তিরা। তবে সাইবার জালিয়াতির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম দফতর। (তথ্য-Mainak Debnath)