TRENDING:

Ceiling Fan: 'কতক্ষণ' একটানা চালাবেন সিলিং ফ্যান? কতক্ষণ বিশ্রাম দিতে হবে Fan-কে? না জানলে হতে পারে বড় বিপদ

Last Updated:
Ceiling Fan: দিন হোক বা রাত— বিশ্রাম দেওয়ার উপায় নেই সিলিং ফ্যানকে। আর এই ভাবে প্রায় সারাদিনই চালিয়ে রাখায় অনেকেরই ফ্যান নষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জাগে, একটানা কতক্ষণ ফ্যান চালানো যায়?
advertisement
1/8
'কতক্ষণ' একটানা চালাবেন সিলিং ফ্যান? কতক্ষণ বিশ্রাম দিতে হবে Fan-কে? না জানলে...
কয়েকদিনের ঝড়-বৃষ্টির পর গ্রীষ্মকাল আবার নিজের ছন্দে। আগামী কয়েকদিনে আরও আরও বাড়বে গরম। এমনটাই পূর্বাভাস আবহাওয়ার। সোমবার থেকেই চড়চড়িয়ে চল্লিশ মুখী তাপমাত্রার পারদ। সবমিলিয়ে বিপর্যস্ত জনজীবন। সারাক্ষণ ফ্যান বা এসি ছাড়া থাকার উপায় নেই।
advertisement
2/8
স্বভাবতই দিন হোক বা রাত— বিশ্রাম দেওয়ার উপায় নেই সিলিং ফ্যানকে। আর এই ভাবে প্রায় সারাদিনই চালিয়ে রাখায় অনেকেরই ফ্যান নষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জাগে, একটানা কতক্ষণ ফ্যান চালানো যায়?
advertisement
3/8
একটানা এই যন্ত্রটি চালিয়ে যাওয়া কী ডেকে আনতে পারে বড় বিপদ? ঠিক কত সময় পর এই যন্ত্রটিকে বিশ্রাম দেওয়া উচিত?
advertisement
4/8
ঘণ্টার পর ঘণ্টা একভাবে চলতে থাকলে ফ্যান ওভারহিট হয়ে যেতে পারে। এই ঘটনা ঘটলে ফ্যানের কয়েল পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। দেখা দিতে পারে অন্য সমস্যাও।
advertisement
5/8
ফ্যান কেন গরম হয়?ফ্যান চালালে তাতে লাগানো মোটর আসলে বিদ্যুৎকে গতিতে পরিবর্তন করে। এই কারণেই ফ্যান গরম হতে শুরু করে।
advertisement
6/8
বিশেষজ্ঞদের মতে, সিলিং ফ্যান একটানা চালালে প্রতি ৬ থেকে ৮ ঘণ্টা অন্তর অন্তত এক ঘণ্টা বন্ধ রাখা উচিত।
advertisement
7/8
পর্যাপ্ত বিশ্রাম না পেলে এবং একটানা চলতে চলতে ফ্যান খারাপ হয়ে যেতে পারে। এমন কী নষ্ট হয়ে যেতে পারে ফ্যানের ভেতরের ওয়্যারিংও।
advertisement
8/8
এর পাশাপাশি, ফ্যান চালানোর সময় বিদ্যুৎ সাশ্রয় করতে ফ্যানের ব্লেডগুলো প্রতিমাসে অন্তত একবার করে পরিষ্কার করা জরুরি। এতে ফ্যান বাতাস দেবে বেশি। গরমেও বইবে ঝড়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Ceiling Fan: 'কতক্ষণ' একটানা চালাবেন সিলিং ফ্যান? কতক্ষণ বিশ্রাম দিতে হবে Fan-কে? না জানলে হতে পারে বড় বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল