ক্যালকুলেটরের AC ও CE বোতাম কী কাজে লাগে, জানেন? ৯৯ শতাংশ মানুষই জানেন না!
- Published by:Tias Banerjee
Last Updated:
অফিস, দোকান কিংবা বাড়িতে—দ্রুত হিসাবের জন্য ক্যালকুলেটর আমাদের নিত্যসঙ্গী। কিন্তু প্রতিদিন ব্যবহার করলেও ক্যালকুলেটরের সব বোতামের কাজ কি আমরা জানি?
advertisement
1/7

ক্যালকুলেটরে সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার হয় সংখ্যা, যোগ, বিয়োগ, গুণ ও ভাগের বোতাম। অফিস, দোকান বা বাড়িতে দ্রুত হিসাব করার জন্য আমরা প্রায় সবাই ক্যালকুলেটরের সাহায্য নিই।
advertisement
2/7
কিন্তু এই সাধারণ বোতামগুলির বাইরে ক্যালকুলেটরে আরও কিছু বোতাম থাকে, যেগুলির কাজ অনেকেই ঠিকভাবে জানেন না। তার মধ্যে অন্যতম হল AC এবং CE বোতাম। এই দু’টির মানে কী এবং এগুলি ঠিক কোন কাজে ব্যবহৃত হয়, তা অনেকের কাছেই স্পষ্ট নয়। এবার সহজ করে জেনে নেওয়া যাক।
advertisement
3/7
ক্যালকুলেটরের AC বোতামের পুরো অর্থ হল All Clear। এই বোতামটি ব্যবহার করা হয় যখন আপনি ক্যালকুলেটরে করা সমস্ত হিসাব একেবারে মুছে ফেলতে চান।
advertisement
4/7
AC বোতাম চাপলে ক্যালকুলেটরে দেওয়া সব সংখ্যা, চিহ্ন ও ফাংশন একসঙ্গে সাফ হয়ে যায় এবং স্ক্রিন আবার শূন্যতে ফিরে আসে। এর পর নতুন করে হিসাব শুরু করা যায়।
advertisement
5/7
অন্যদিকে CE বোতামের পুরো নাম Clear Entry। এই বোতামটি ব্যবহার করা হয় শেষ যে সংখ্যাটি ভুল করে টাইপ হয়েছে, শুধু সেটি মুছে ফেলতে।
advertisement
6/7
ধরা যাক, হিসাব করতে গিয়ে কোনও একটি সংখ্যা ভুল ঢুকে গিয়েছে। সে ক্ষেত্রে পুরো হিসাব মুছে ফেলার দরকার নেই। শুধু CE বোতাম চাপলেই শেষ এন্ট্রি করা সংখ্যাটি সরে যাবে, বাকি হিসাব ঠিক থাকবে।
advertisement
7/7
অর্থাৎ, AC পুরো হিসাব একেবারে সাফ করে দেয়, আর CE শুধুমাত্র শেষ ভুল এন্ট্রিটুকু ঠিক করার সুযোগ দেয়—এটাই এই দুই বোতামের আসল পার্থক্য।