Bike News: অল্প টাকায় সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান কিন্তু ঠকে যাওয়ার ভয়? এই নিয়ম জানলে নিশ্চিন্তে কিনতে পারেন!
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
কোন নিয়মে সেকেন্ড হ্যান্ড বাইক কেনা নিশ্চিন্তে জানুন বিস্তারিত, পুরনো বাইক নিশ্চিন্তে আরোহণ করতে পারবেন
advertisement
1/5

অল্প টাকাতেই বাইক আরোহণের স্বপ্ন পূরণ! মাত্র ২৫ হাজার টাকা খরচ করলেই কাগজ সহ গাড়ি। জেলায় এই গাড়ি রীতিমত চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে। তবে অনেকেই সঠিক নিয়ম না জেনে পুরনো গাড়ি কিনে বিপদে পড়েন। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
বর্তমান সময়ে ১০০ সিসি, ১১০ সিসি, ১২৫ সিসি এবং ১৬০ সিসি গাড়ির দারুন চাহিদা। রীতিমতো চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে বাজারে এই সমস্ত গাড়ি।
advertisement
3/5
কোন নিয়ম জেনে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে লাভবান হবে জানুন। এই নিয়ম না মেনে সেকেন্ড হ্যান্ড বাইক কেনা- বেচা করছে অনেকে। তাতেই পরবর্তী সময়ে ক্রেতাদের বিপদে পড়তে হচ্ছে। এই নিয়ম জানলে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারবেন নিশ্চিন্তে। পড়তে হবেনা জটিলতায়।
advertisement
4/5
হাওড়া জেলা জগৎবল্লভপুর মুন্সিরহাট ট্রেকার স্ট্যান্ড সংলগ্ন কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন পড়ানো বাইক বিক্রেতা মুজিবর মল্লিক জানাচ্ছেন, ' গাড়ি যেমন হোক না কেনো, গাড়ির কাগজ সঠিক চাই। তাহলেই সেকেন্ড হ্যান্ড বাইক চাপতে পারবেন নতুনের মত নিশ্চিন্তে।
advertisement
5/5
কেনা-বেচার ক্ষেত্রে ব্লু বুক, ট্যাক্স টোকেন , সেলস্ লেটার , ফার্স্ট পার্টি পরিচয় পত্র, নো অবজেকশন সার্টিফিকেট। এছাড়াও ক্রেতার ডকুমেন্ট রিসিভের মাধ্যমে পরবর্তী সময়ের ঝুঁকি এড়ানো যায়। তাতে ক্রেতা এবং বিক্রেতা উভয়েই সুরক্ষিত থাকতে পারে। ( ছবি ও তথ্য : রাকেশ মাইতি)