TRENDING:

BSNL Offer: কারোর থেকে কম নয় BSNL, ১৮৪ টাকার ধামাল অফারে এত কিছু, গ্রাহকরা ছুটছেন, আপনার কি ফায়দা হবে?

Last Updated:
BSNL Offer: ২০০ টাকারও কমে বাজার মাতাচ্ছে BSNL-র আকর্ষণীয় নতুন প্ল্যান, জেনে নিন কতটা সুবিধা পাবেন
advertisement
1/6
কম নয় BSNL, ১৮৪ টাকার ধামাল অফারে এত কিছু,গ্রাহকরা ছুটছেন, আপনার কি ফায়দা হবে?
এখন প্রায়ই নতুন প্ল্যানগুলি নিয়ে টেলিকম সংস্থাগুলির মধ্যে ক্রমাগত প্রতিযোগিতা চলতে থাকে। প্রতিটি কোম্পানিই গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান অফার করে। রিচার্জ করার সময় প্রত্যেক গ্রাহক যাতে তাঁদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী সস্তা প্ল্যান পান সেই রকম ব্যবস্থাও থাকে। এতে গ্রাহকদের অর্থ সাশ্রয় হয় এবং তাঁরা এই প্ল্যানের সঙ্গে আরও নানা সুবিধা পান। আজ আমরা সরকারি টেলিকম সংস্থা BSNL-এর ২০০ টাকার কমে কী কী প্ল্যান রয়েছে সেটা দেখে নেব।
advertisement
2/6
কোম্পানি ১৮৪ টাকার একটি রিচার্জ প্ল্যান অফার করেছে, এতে গ্রাহকরা নানা সুবিধে পাবেন। এবারে জেনে নেওয়া যাক BSNL-এর এই ১৮৪ টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যায়।
advertisement
3/6
BSNL-এর এই সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের দাম ১৮৪ টাকা এবং গ্রাহকদের এই প্ল্যানের সঙ্গে ২৮ দিনের জন্য সীমাহীন ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে। তার মানে, একবার গ্রাহকরা ২০০ টাকার নীচের এই প্ল্যানটি কিনলে, পুরো এক মাসের জন্য বিনামূল্যে ভয়েস কলিংয়ের সুবিধে পাবেন।
advertisement
4/6
এই ১৮৪ টাকার প্ল্যানে প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধাও দেওয়া হয়েছে। এছাড়াও এই রিচার্জ প্ল্যান ২৮ দিনের জন্য প্রতিদিন ১GB হাই-স্পিড ডেটা দেবে। অতিরিক্ত সুবিধা হিসাবে, এই রিচার্জ প্ল্যানের সঙ্গে গ্রাহকরা বিনামূল্যে BSNL-এর টিউনের সুবিধাও দেওয়া হবে। কেউ যদি কম দামে এক মাসের মেয়াদে কোনও প্ল্যান চান, তাহলে এই প্যাকটি তাঁর জন্য আদর্শ হতে পারে।
advertisement
5/6
১১৮ টাকার প্ল্যানে পাবেন আরও অনেক কিছুঅন্য দিকে, আমরা যদি কোম্পানির অন্যান্য সাশ্রয়ী মূল্যের প্ল্যানের দিকে তাকাই, তাহলে বিএসএনএল-এর প্ল্যানের তালিকায় ১১৮ টাকার প্ল্যানও রয়েছে। এই প্ল্যানের বৈধতা ২০ দিন পর্যন্ত বহাল থাকবে। এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে।
advertisement
6/6
এছাড়াও, গ্রাহকরা এই প্ল্যানে ১০GB হাই-স্পিড ডেটার সুবিধাও পেতে পারেন। প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি হার্ডি গেমস, এরেনা গেমস, গেমিয়ন অ্যাস্ট্রোটেল, গেমিয়াম, জিং মিউজিক এবং ওয়াও এন্টারটেইনমেন্টের সুবিধাও প্রদান করবে গ্রাহকদের।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
BSNL Offer: কারোর থেকে কম নয় BSNL, ১৮৪ টাকার ধামাল অফারে এত কিছু, গ্রাহকরা ছুটছেন, আপনার কি ফায়দা হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল