TRENDING:

BSNL-এর দারুণ ২টি প্ল্যান, প্রতিদিন মিলবে ১০ জিবি ইন্টারনেট

Last Updated:
BSNL নিয়ে এসেছে এমন রিচার্জ প্ল্যান যাতে গ্রাহকরা বেশি ডেটা পাওয়া যায় সস্তায়
advertisement
1/5
BSNL-এর দারুণ ২টি প্ল্যান, প্রতিদিন মিলবে ১০ জিবি ইন্টারনেট
কোনও কোনও গ্রাহকের জন্য কলিং প্ল্যানের থেকে বেশি দরকার ডেটা প্ল্যান। যে গ্রাহকরা বেশির ভাগ সময় অনলাইনে গ্রান সোনেন, সিনেমা দেখেন আর ডাউনলোডো করে থাকেন তাঁদের জন্য ইন্টারনেটে বেশি প্রয়োজনীয়। আর এই গ্রাহকরা যায় সস্তায় বেশি ডেটা পাওয়া যাবে এমন রিচার্জ প্ল্যান। আর এই গ্রাহকদের কথা মাথায় রেখে BSNL নিয়ে এসেছে এমন রিচার্জ প্ল্যান যাতে গ্রাহকরা বেশি ডেটা পায় সস্তায়।
advertisement
2/5
BSNL নিয়েছে এসেছে ৯৬ টাকার আর ২৩৬ টাকার রিচারজ প্ল্যান। এই প্ল্যানগুলির সব থেকে বিশেষ আকর্ষণ, প্রতিদিন পাওয়া যাবে ১০ জিবি ডেটা।
advertisement
3/5
BSNL-এর ৯৬ টাকায় এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের আর প্রতিদিন পেয়ে যাবেন ১০ জিবি করে ৪জি ডেটা। এই প্ল্যানে নেই কোনও কলিং বা এসএমএস বেনিফিট নেই।
advertisement
4/5
২৩৬ টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিনের। আর আপনি পেয়ে যাবেন ৮৪০জিবি ডেটা, মানে দিনে ১০জিবি করে ডেটা। ৯৬ টাকার প্ল্যানের মতো এই প্ল্যানেো নেই কোনও কলিং বা এসএমএস বেনিফিট।
advertisement
5/5
কোম্পানি এই দুটি প্ল্যান কেরল, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কলকাতা, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, কর্নাটকা, গুজরাত, চেন্নাই আর তামিলনাডু সার্কেলের জন্য। এই প্ল্যানগুলির বেনিফিট উপভোগ করতে গ্রাহকদের 3G সিম বলদলে 4G করতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
BSNL-এর দারুণ ২টি প্ল্যান, প্রতিদিন মিলবে ১০ জিবি ইন্টারনেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল