Bike Tips: সেল্ফ, কিক সব ফেল! ঠান্ডায় বারবার চেষ্টা করেও স্টার্ট নিচ্ছে না বাইক,স্কুটি? ৪ টিপস জানলেই কেল্লাফতে, একবার স্টার্ট দিলেই ছুটবে গাড়ি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bike Tips and tricks: বার বার স্টার্ট দিয়েও চালু হচ্ছে না বাইক, স্কুটি৷ বেশি শীতে বাইক এবং স্কুটি স্টার্ট দেওয়ার সময় এই সমস্যার সম্মুখীন হয়েছেন বেশিরভাগ চালক৷ সেল্ফ ও কিক—দু ধরনের স্টার্টই অনেক সময় কাজ করা বন্ধ করে দেয়।
advertisement
1/11

সকালে অফিস, স্কুল-কলেজে যাওয়ার তাড়া৷ তারমধ্যেই বার বার স্টার্ট দিয়েও চালু হচ্ছে না বাইক, স্কুটি৷ বেশি শীতে বাইক এবং স্কুটি স্টার্ট দেওয়ার সময় এই সমস্যার সম্মুখীন হয়েছেন বেশিরভাগ চালক৷ সেল্ফ ও কিক—দু ধরনের স্টার্টই অনেক সময় কাজ করা বন্ধ করে দেয়।
advertisement
2/11
অন্যান্য ঋতুতে এই সমস্যা হলেও শীতে বেড়ে যায়৷ কারণ শীতকালে ইঞ্জিন অয়েল ঘন হয়ে যায় এবং ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়। এর কারণে ইঞ্জিন ঘোরাতে স্বাভাবিকের চেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়। সমস্যা জটিল হলেও এর সমাধান বেশ সহজ৷
advertisement
3/11
কয়েকটি ছোট্ট ছোট্ট টিপস মনে রেখে সঠিক ভাবে স্টার্ট দিলে বাইরে ঠান্ডা যতই হোক, একবার চাপ দিলেই স্টার্ট হবে বাইক, স্কুটি৷ এই সমস্যার সহজ ৪ টি সমাধানের খোঁজ রইল এই প্রতিবেদনে৷
advertisement
4/11
১. চোকের ব্যবহার:শীতকালে বাইক স্টার্ট করার সবচেয়ে প্রথম এবং কার্যকর উপায় হলো ‘চোক’ (Choke) সঠিকভাবে ব্যবহার করা। যখন ইঞ্জিন খুব ঠান্ডা থাকে, তখন স্টার্ট হওয়ার জন্য বাতাসের তুলনায় বেশি পেট্রোলের প্রয়োজন হয়।
advertisement
5/11
চোক বোতামটি টানলে ইঞ্জিনে জ্বালানির পরিমাণ বেড়ে যায়, ফলে প্রথম বা দ্বিতীয় চেষ্টাতেই বাইক স্টার্ট হয়ে যায়। মনে রাখবেন, বাইক স্টার্ট হওয়ার প্রায় ৩০ সেকেন্ড পর চোক বন্ধ করে দিতে হবে, যাতে ইঞ্জিন মসৃণভাবে চলে এবং পেট্রোলের অপচয় না হয়।
advertisement
6/11
২. কিক:দ্বিতীয় কার্যকর উপায় হলো ‘ইগনিশন বন্ধ রেখে কিক করা’। সকালে বাইকের চাবি ঘোরানোর আগে ইগনিশন ‘অফ’ রাখুন এবং ৩–৪ বার খালি ‘কিক’ করুন৷
advertisement
7/11
এতে সিলিন্ডারের ভেতরে জমে থাকা ঠান্ডা ও ঘন অয়েল কিছুটা পাতলা হয় এবং ইঞ্জিনের যন্ত্রাংশে লুব্রিকেশন ছড়িয়ে পড়ে। এরপর চাবি অন করে কিক মারলে ইঞ্জিন কোনো বাধা ছাড়াই সহজে স্টার্ট হয়ে যাবে। এই পদ্ধতি ব্যাটারি ও সেল্ফের আয়ুও বাড়াতে সাহায্য করে।
advertisement
8/11
৩. ক্লাচ ট্রিক:তৃতীয় উপায়টি ‘ক্লাচ ট্রিক’ নামে পরিচিত, যা গিয়ারবক্সে জমে থাকা চাপ কমাতে সাহায্য করে। সকালে স্টার্ট দেওয়ার সময় বাইক নিউট্রালে রাখুন, ক্লাচ পুরোপুরি চেপে ধরুন এবং তারপর কিক মারুন।
advertisement
9/11
ক্লাচ চেপে ধরলে গিয়ারবক্স ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়, ফলে ক্র্যাঙ্কশ্যাফট ঘোরাতে কম প্রতিরোধের মুখে পড়ে। এই ছোট কৌশলটি ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ কমিয়ে দেয় এবং বাইক সহজে স্টার্ট হয়।
advertisement
10/11
৪. স্পার্ক প্লাগ পরীক্ষা:সবশেষে, যদি বাইক তবুও স্টার্ট না হয়, তাহলে স্পার্ক প্লাগ পরীক্ষা করা খুবই জরুরি। শীতকালে আর্দ্রতার কারণে প্লাগে কার্বন বা স্যাঁতসেঁতে ভাব জমে যায়, যা বিদ্যুৎ সঠিকভাবে প্রবাহিত হতে দেয় না।
advertisement
11/11
প্লাগ খুলে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করুন এবং আবার লাগান। এছাড়া রাতে বাইক খোলা জায়গায় না রেখে কভার দিয়ে ঢেকে রাখুন, যাতে শিশির ও তীব্র ঠান্ডা থেকে ব্যাটারি ও ইঞ্জিন সুরক্ষিত থাকে।