Big Sale iPhone 12: বড় সুখবর! ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড়, একধাক্কায় দাম কমল 'iPhone12'-র
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Big Sale iPhone 12: বিভিন্ন ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের মাধ্যমে গ্রাহকরা আইফোন ১২ অনেকটাই কম দামে ক্রয় করতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক আইফোন ১২-র এই অফারের সমস্ত খুঁটিনাটি।
advertisement
1/6

আইফোনের মালিক হওয়া অনেকেরই স্বপ্ন। কিন্তু, আইফোনের দাম বেশি হওয়ার কারণে অনেকেরই সেই স্বপ্নপূরণ করতে বেশ খানিকটা সময় লাগে, আবার অনেকের কাছে তা স্বপ্নই থেকে যায়। আইফোনের প্রতিটি সিরিজের ফোনের দাম বাজেট ফোনের তুলনায় অনেকটাই দামি। কিন্তু, আইফোনপ্রেমীদের একটি বিষয় জেনে রাখা প্রয়োজন যে, যখন আইফোনের নতুন সিরিজ লঞ্চ করা হয় তখন এর আগের সিরিজের ফোনের দাম এক ধাক্কায় অনেকটাই কম হয়ে যায়।
advertisement
2/6
বর্তমানে আইফোন ১২-র দাম যেমন অনেকটাই কম হয়েছে। বিভিন্ন ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের মাধ্যমে গ্রাহকরা আইফোন ১২ অনেকটাই কম দামে ক্রয় করতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক আইফোন ১২-র এই অফারের সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/6
জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে আইফোন ১২ পাওয়া যাচ্ছে ধামাকা ছাড়ে। সাধারণত আইফোন ১২-র ৬৪ জিবি মডেলের দাম ৫৯,৯৯০ টাকা। কিন্তু, ফ্লিপকার্টে আইফোন ১২ পাওয়া যাচ্ছে ৫১,৯৯৯ টাকায়। অর্থাৎ আইফোন ১২ -র উপরে প্রায় ১৩ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের ছাড় রয়েছে। এর ফলে আইফোন ১২ আরও অনেকটাই কমে যাচ্ছে দামে।
advertisement
4/6
ফ্লিপকার্টে আইফোন ১২-র উপর পাওয়া যাচ্ছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার। গ্রাহকরা পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। কিন্তু, পুরনো স্মার্টফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে এই ছাড়ের পরিমাণ। গ্রাহকদের নিজেদের এলাকায় এক্সচেঞ্জ অফারটি উপলব্ধ কি না, তা পরীক্ষা করতে নিজেদের পিনকোড এন্টার করতে হবে।
advertisement
5/6
গ্রাহকরা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের ইএমআই লেনদেনে ২০০০ টাকার তাৎক্ষণিক ছাড় পেতে পারেন৷ এছাড়াও ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন Flipkart Axis Bank কার্ডের লেনদেনে।
advertisement
6/6
কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে আইফোন ১৫ সিরিজের ফোন। জানা গিয়েছে যে, আইফোন ১৫ সিরিজে ব্যবহার করা হতে পারে A17 Bionic চিপসেট। এছাড়াও রিপোর্ট অনুযায়ী অ্যাপল A19 Bionic চিপসেট নিয়ে কাজ করা শুরু করেছে, যা হবে প্রথম অ্যাপল প্রসেসর, যা ২nm প্রক্রিয়ায় তৈরি করা হবে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, আইফোন ১৬ সিরিজের ফোনে ব্যবহার করা হতে পারে A18 Bionic চিপসেট। অর্থাৎ A19 Bionic চিপসেট ব্যবহার করা হতে পারে আইফোন ১৭ সিরিজের ফোনে।