TRENDING:

হাড়কাঁপানো ঠান্ডা বাংলায়! শরীর গরম রাখতে পারে ইলেকট্রিক কম্বল, দামও বেশি নয়

Last Updated:
Electric Blanket: ইলেকট্রিক কম্বল। এত শীতে চটজলদি শরীর গরম করতে চাইলে একবার দেখে নিন।
advertisement
1/5
হাড়কাঁপানো ঠান্ডা বাংলায়! শরীর গরম রাখতে পারে ইলেকট্রিক কম্বল, দামও বেশি নয়
রেকর্ড ঠান্ডা এবার কলকাতাসহ গোটা বাংলায়। দেশের বিভিন্ন প্রান্তে শৈত্যপ্রবাহ। সাধারণ কম্বলে শরীর গরম হতে সময় লেগে যায়। এমন ঠান্ডায় ব্যবহার করে দেখতে পারেন ইলেকট্রিক বেড ওয়ার্মার বা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট।
advertisement
2/5
আমাজন-এ ২০০০ টাকারও কম দামে পেয়ে যাবেন ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। এগুলি শকপ্রুফ ডিজাইনে পাওয়া যায়।
advertisement
3/5
শীতে বেডশিট হিসেবেও ব্যবহার করতে পারেন। শরীর দ্রুত গরম করতে এর জুড়ি মেলা ভার।
advertisement
4/5
হিট কন্ট্রোল করার জন্য এই কম্বলে দুটি কন্ট্রোলার রয়েছে। শোয়ার আগে প্রি-হিট করেও রাখতে পারেন। হিটিং মোড প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন।
advertisement
5/5
Expressions Polar Electric Bed Warmer - Electric Under Blanket আমাজন-এ ১৭৯৯ টাকায় পাবেন। এতে ডুয়েল সেফটি ফিচার থাকবে। Pindia Double Bed Heating Electric Blanket পাবেন ২৪৯৯ টাকায়। Warmland Single Bed Electric Bed Warmer পাবেন ৯৯৯ টাকায়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
হাড়কাঁপানো ঠান্ডা বাংলায়! শরীর গরম রাখতে পারে ইলেকট্রিক কম্বল, দামও বেশি নয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল