TRENDING:

Beat The Heat: গরমে 'গরম খবর',গাদাগাদা টাকায় এসি নয়, এবার ৪০ টাকায় ফ্যান, ৪৫০ টাকায় মিলছে এসি, আসবে না ইলেকট্রিক বিল-ও

Last Updated:
এই ফ্যানের বিশেষত্ব হল এটি বিদ্যুৎ ছাড়াই কাজ করতে পারে
advertisement
1/5
গরমে 'গরম খবর',গাদাগাদা টাকায় এসি নয়, এবার ৪০ টাকায় ফ্যান, ৪৫০ টাকায় মিলছে এসি
আর মাত্র কয়েকটা দিন, তার পরেই খাতায়-কলমে শুরু হয়ে যাবে বর্ষা। কিন্তু বর্ষা এলেও গরমের হাত থেকে নিস্তার মেলে না, উলটে প্যাঁচপেচে গরমে নাজেহাল অবস্থা! স্বাভাবিকভাবেই এইসময় বাজারে ফ্যান, কুলরা ও এসির চাহিদা আকাশছোঁয়া। এই বছর বাজারে নয়া আকর্ষণ হল মাত্র ৪০ টাকার ফ্যান, ৪৫০ টাকায় মিনি এসি! কী কী ফিচারস পাবেন? কোথা থেকে কিনবেন? জেনে নিন বিস্তারিত--Image: News18
advertisement
2/5
দোকানদার নীতিন গুপ্ত বলেন, এই ফ্যানের বিশেষত্ব হল এটি বিদ্যুৎ ছাড়াই কাজ করে। অর্থাৎ এটি কেনার পরে বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। তাছাড়া, এর দামও খুব কম, মাত্র ৪০ এবং ৫০ টাকা। ভ্রমণের সময়ও এটি সঙ্গে করে যে-কোনও জায়গায় নিয়ে যাওয়া যায়।Image: News18
advertisement
3/5
দুই ধরনের ফ্যান পাওয়া যায়- একটির দাম ৪০ টাকা, আন্যটির দাম ৫০ টাকা। ফ্যানগুলি এত হালকা এবং কম্প্যাক্ট যে, ভ্রমণের সময় সহজেই নিয়ে যাওয়া যায়। শিশুরা এটি স্কুলেও নিয়ে যেতে পারে।
advertisement
4/5
এই পাখাটি আকারে এত ছোট যে, এটি হাতে ধরে সহজেই ব্যবহার করা যেতে পারে। এতে একটি বাটন রয়েছে, যা চাপলে দ্রুত গতিতে ঘুরতে শুরু করে এবং প্রচুর পরিমাণে বাতাস দেয়। বিশেষ বিষয় হল এই পাখাটি চালানোর জন্য বিদ্যুৎ, ব্যাটারি বা অন্য কোনও শক্তির উৎসের প্রয়োজন হয় না। এটি কেবল বাটন টিপলেই চলতে শুরু করে।
advertisement
5/5
৪৫০ টাকায় মিনি এসি -মাত্র ৪৫০ টাকায় মিলবে মিনি এসি যা USB-এর মাধ্যমে চালানো যায়। এই কুলারটি এত ঠান্ডা বাতাস দেয় যে, পুরো পরিবেশ সতেজ হয়ে ওঠে। দোকানদার জানালেন, জল দিয়ে এটি চালানো যেতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Beat The Heat: গরমে 'গরম খবর',গাদাগাদা টাকায় এসি নয়, এবার ৪০ টাকায় ফ্যান, ৪৫০ টাকায় মিলছে এসি, আসবে না ইলেকট্রিক বিল-ও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল