Air Purifier vs Indoor Plants: লাগামছাড়া বায়ুদূষণ মোকাবিলা করার জন্য ঘরে এয়ার পিউরিফায়ার না কি ইন্ডোর প্ল্যান্টস? কোনটা বেশি কার্যকরী? জেনে নিন সবিস্তার
- Published by:Arpita Roy Chowdhury
- trending desk
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Air Purifier vs Indoor Plants: আজকাল অবশ্য ঘরের ভিতরের বাতাস পরিশুদ্ধ করার জন্য আধুনিক সমাধান এসে গিয়েছে বাজারে। আর সেটি হল - এয়ার পিউরিফায়ার। কিন্তু আমাদের হাতে প্রাকৃতিক এয়ার পিউরিফিকেশনের নানা কৌশল রয়েছে।
advertisement
1/7

দেশের প্রায় প্রতিটি শহরে বাতাসের মান রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। বায়ুদূষণের জেরে যতটা পারা যায়, ততটা ঘরেই থাকার চেষ্টা করছেন বহু মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঘরের বাতাস কি আদৌ বিশুদ্ধ? আজকাল অবশ্য ঘরের ভিতরের বাতাস পরিশুদ্ধ করার জন্য আধুনিক সমাধান এসে গিয়েছে বাজারে। আর সেটি হল - এয়ার পিউরিফায়ার।
advertisement
2/7
কিন্তু আমাদের হাতে প্রাকৃতিক এয়ার পিউরিফিকেশনের নানা কৌশল রয়েছে। এর মধ্যে অন্যতম হল ইন্ডোর গাছ। পরিবেশবান্ধব উপায় হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে এটি। কিন্তু আদৌ এই কৌশল কি কাজ করে? আর এয়ার পিউরিফায়ারের সঙ্গে ইন্ডোর গাছের পাল্লা দেওয়ার ক্ষমতা কি আদৌ রয়েছে? সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
3/7
ন্যাচারাল এয়ার পিউরিফিকেশন কৌশলের মধ্যে অন্যতম হল- ঘরের বাতাসের মান ভাল করার জন্য প্রাকৃতিক সমাধানের ব্যবহার। এর মধ্যে সবথেকে জনপ্রিয় কৌশল হল, ঘরের মধ্যে ইন্ডোর গাছ রাখা। আসলে কিছু কিছু গাছের টক্সিন বার করে দেওয়ার ক্ষমতা থাকে। পাশাপাশি এগুলি ঘরের অক্সিজেনের মাত্রাও বৃদ্ধি করতে পারে।
advertisement
4/7
একটি Clean Air Study রিলিজ করেছে নাসা। তারপর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে এসে গিয়েছে এই কৌশল। ওই স্টাডিতে দেখা গিয়েছে যে, নির্দিষ্ট কিছু হাউজপ্ল্যান্ট বাতাস থেকে বেঞ্জিন এবং ফর্ম্যালডিহাইডের মতো ক্ষতিকর দূষণকারী পদার্থ দূর করতে সক্ষম। এই গবেষণা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, নিজেদের ঘরে গাছ রেখে ঘরের বাতাসের মান ভাল করা সম্ভব। একটি বদ্ধ চেম্বারে এবং একটি অত্যন্ত নির্দিষ্ট অবস্থায় এই গবেষণা করা হয়েছিল। তবে বেশিরভাগ বাড়ির সঙ্গে এর কোনও মিল নেই।
advertisement
5/7
ঘরে একটা শান্তির বাতাবরণ তৈরি করে ইন্ডোর গাছ। কিন্তু এয়ার পিউরিফিকেশনের কথা বলতে গেলে আসলে এর ক্ষমতা অতিরঞ্জিতই করা হয়। গাছ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। বাস্তবের বিশ্বে তাদের টক্সিন অপসারণ করার ক্ষমতা খুবই কম। আবার গাছের যত্নের প্রয়োজন হয়। অবহেলা করলে এর মধ্যে ধুলোময়লা পড়তে পারে। যা বাতাসের মান আরও খারাপ করে দিতে পারে।
advertisement
6/7
বাতাসের মান সংক্রান্ত সমস্যা কার্যকর ভাবে দূর করার জন্য আধুনিক এয়ার পিউরিফায়ার তৈরি করা হয়েছে। এর মধ্যে থাকে HEPA filters, activated carbon filters এবং UV-C light-এর মতো প্রযুক্তি। যা ব্যাপক পরিমাণে পলিউট্যান্ট ক্যাপচার করে। শুধু তা-ই নয়, এর পাশাপাশি অ্যালার্জেন, ধুলোময়লা এমনকী কিছু ব্যাকটেরিয়াও এতে আটকে যায়।
advertisement
7/7
স্পিড এবং কভারেজের নিরিখে আধুনিক এয়ার পিউরিফায়ারকে টক্কর দেওয়া মুশকিল। কয়েক মিনিটের মধ্যেই ঘরের বাতাসকে পরিশুদ্ধ করার ক্ষমতা রাখে এটি। সেই সঙ্গে অনেকটা বড় জায়গায় ভাল কাজ করে এয়ার পিউরিফায়ার। ফলে যাঁরা কার্যকর ফলাফল চান, তাঁদের জন্য সেরা হতে পারে এই আধুনিক ডিভাইস।