TRENDING:

Air Conditioner : ২০২৬ সালে এসি কিনবেন ভেবে রেখেছেন? আপনার জন্য চমকে দেওয়া খবর, জানুয়ারি মাসেই এল বড় আপডেট

Last Updated:
Air Conditioner : তামার বিকল্প হিসেবে সস্তা উপাদান ব্যবহার করা এসিতে সম্ভব নয়। ফলে তামার দাম বাড়ার সঙ্গে সঙ্গে এসির দামও বাড়তে চলেছে। তবে ঠিক কতটা বাড়তে পারে এসির দাম, সেই সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
advertisement
1/6
২০২৬ সালে এসি কিনবেন ভেবে রেখেছেন? আপনার জন্য চমকে দেওয়া খবর
নতুন বছর পড়তে না পড়তেই খারাপ খবর সাধারণ মানুষের জন্য়। অনেকেই নতুন বছরে বাড়িতে এসি কিনবেন বলে ভেবেছিলেন। তাদের এবার খরচ হবে অনেকটাই বেশি।
advertisement
2/6
নতুন বছরে দাম বাড়বে এসি-র। আন্তর্জাতিক বাজারে তামার দাম প্রতি টনে ১২,০০০ মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে গত মাসে। গত ১৬ বছরে তামার দাম এতটা বাড়েনি এর আগে। ফলে এবার এসির দামও বাড়তে চলেছে বলে খবর।
advertisement
3/6
শীতের এই সময়টাতে অনেকে এসি কিনে ফেলেন। কারণ এই সময় এসি-র দাম কিছুটা কম থাকে। এর পর মার্চ মাসের আগে আবার এসির দাম বাড়তে শুরু করে। এবার নতুন বছরে এসির দাম অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/6
তামার বিকল্প হিসেবে সস্তা উপাদান ব্যবহার করা এসিতে সম্ভব নয়। ফলে তামার দাম বাড়ার সঙ্গে সঙ্গে এসির দামও বাড়তে চলেছে। তবে ঠিক কতটা বাড়তে পারে এসির দাম, সেই সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
advertisement
5/6
এরই মধ্যে জানা যাচ্ছে, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে টিভি, রেফ্রিজ়ারেটর, এলপিজি গ্যাস স্টোভ, কুলিং টাওয়ার-সহ একাধিক পণ্যগুলিতে বিদ্যুৎ সাশ্রয় মূল্যায়নের স্টিকার লাগাতে হবে। অর্থাৎ এবার থেকে স্টার রেটিং বাধ্যতামূলক।
advertisement
6/6
এখনও পর্যন্ত সূত্র মারফত খবর, বেশিরভাগ সংস্থার এসি উৎপাদন খরচ ৭ থেকে ৮ শতাংশ বেড়েছে। ফলে এসির দাম বাড়তে পারে ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Air Conditioner : ২০২৬ সালে এসি কিনবেন ভেবে রেখেছেন? আপনার জন্য চমকে দেওয়া খবর, জানুয়ারি মাসেই এল বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল