TRENDING:

Air Conditioner In Monsoon: AC-র কামাল করা মোড! সুপার টিপসে বাজিমাত, বর্ষার ঠান্ডা ঠান্ডা কুল কুল, সামান্য বিদ্যুতের বিল

Last Updated:
advertisement
1/11
AC-র কামাল করা মোড! সুপার টিপসে বাজিমাত, বর্ষার ঠান্ডা ঠান্ডা কুল কুল, বিদ্যুতের বিল
এসির এই মোড খুব কম মানুষেরা বর্ষায় ভাল ঠান্ডা, বেশি বিল আসবেনা ৷ সুপার টিপসে বিদ্যুতের বিল আসবে কম ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
দিল্লি-এনসিআর দেশের বিভিন্ন অংশে এরফলে নানান সমস্যাকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
বর্ষাকালে এসি ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ সুবিধা অসুবিধা হতে পারে ৷ তার জন্য এসি ব্যবহারের ক্ষেত্রে বিরাট সুবিধা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
এসি চালানোর সঙ্গে সঙ্গে বিদ্যুতের বিল বাড়তে পারে ৷ তাই কোনও ভাবেই ভুল করলে চলবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
বর্ষায় এসি চালানোর সুপার টিপস ৷ এতে এসিতে ভাল ঠান্ডা হবে, বিদ্যুতের বিলও অনেক কম থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
এসিতে ড্রাই, রেনি বা বর্ষার মোড থাকে ৷ সঠিক মোডে দিলে এসি বুঝে নেবে কী করতে হবে? এরফলেই আর কোনও চাপ হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
যদি এসিতে মনসুন বলে কোনও মোড না থাকে সেক্ষেত্রে এসির তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রি রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
বর্ষাকালে এসির ঠান্ডা যথেষ্ট পেতে প্রতি ২-৩ সপ্তাহে ফিল্টারের রেগুলেটার পরিষ্কার করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
বেশ কিছু এলাকায় আর্দ্রতাজনিত তাপ বৃদ্ধি পেতে থাকে ৷ সেই সময়ে ৪-৫ ঘণ্টার টাইমার দিয়ে দিতে হবে ৷ এরপরেই এসি বন্ধ হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
বর্ষায় বেশি পরিমাণে কুলিং হলে শরীর খারাপ হতে পারে, জ্বর, সর্দিকাশি, হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
নিয়মিত এসি নিয়মিত রূপে সার্ভিস করাতে হবে, লিকেজ হলে বুঝতে হবে ৷ এরফলে কম খরচ হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Air Conditioner In Monsoon: AC-র কামাল করা মোড! সুপার টিপসে বাজিমাত, বর্ষার ঠান্ডা ঠান্ডা কুল কুল, সামান্য বিদ্যুতের বিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল