TRENDING:

AC বিস্ফোরণে মৃত‍্যু! খুব সাবধান, অনেকদিন বন্ধ, চালানোর পর বোমের মতো ফেটে যেতে পারে...এই ৫ ভুল কখনও করবেন না

Last Updated:
AC Safety Tips: তবে এসি চালানোর ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকাও জরুরি। সম্প্রতি এসি চালাতে গিয়ে বিস্ফোরণে মৃত‍্যু হয় এক ব‍্যক্তির। বিশেষত অনেকদিন বন্ধ থাকার পর এসি চালালে সতর্ক থাকা উচিত প্রত‍্যেকের।
advertisement
1/12
অনেকদিন বন্ধ, চালানোর পর বোমের মতো ফেটে যেতে পারে AC! এই ৫ ভুল কখনও করবেন না
গ্রীষ্ণ আসতে খাতায় কলমে এখনও অনেক দেরী। তবে প্রকৃতির স্বাভাবিক হিসেব বদলে বসন্তেই হাজির তাপপ্রবাহ। মার্চ মাসেই ভ‍্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। বসন্তকালেই ফ‍্যান, এসি পুরো দমে চালানো শুরু।
advertisement
2/12
তবে এসি চালানোর ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকাও জরুরি। সম্প্রতি এসি চালাতে গিয়ে বিস্ফোরণে মৃত‍্যু হয় এক ব‍্যক্তির। বিশেষত অনেকদিন বন্ধ থাকার পর এসি চালালে সতর্ক থাকা উচিত প্রত‍্যেকের।
advertisement
3/12
এসি চালাতে গিয়ে ছোট্ট ভুলও হতে পারে প্রাণঘাতী। দিল্লির ঘটনা এই ভুলের জলজ‍্যান্ত প্রমাণ। দিল্লির কৃষ্ণনগর এলাকায় একটি AC রিপেয়ার দোকানে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে মৃত‍ ব‍্যক্তির নাম লালমোহন। এই বিষয়ে লক্ষ্য রাখা জরুরি যেকোনও ছোট্ট ভুলের কারণেও AC-তে আগুন ধরে যেতে পারে।
advertisement
4/12
দিল্লির এই ঘটনা বর্তমানে ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। যদিও এটি প্রথমবার নয় যখন এই ধরনের ঘটনা ঘটেছে, এর আগেও গ্রীষ্মকালে AC বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
advertisement
5/12
এয়ার কন্ডিশনার ব্যবহার করার সময় কোন বিষয়গুলির দিকে নজর রাখা উচিত। মাসের পর মাস AC চালু করার আগে কোন সতর্কতা অবলম্বন করা উচিত। এই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ‍্য রইল এই প্রতিবেদনে।
advertisement
6/12
এসিতে বিস্ফোরণের ঘটনার সুরক্ষিত থাকার ক্ষেত্রে সবচেয়ে আগে জানা দরকার, কেন হয় AC-তে বিস্ফোরণ? ঠিক কী কী কারণে ব্লাস্ট হতে পারে এসি?
advertisement
7/12
১. কম্প্রেসরের ওভারহিট হওয়া: AC-র সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল কম্প্রেসর। তাই কম্প্রেসরের রক্ষণাবেক্ষণ অত‍্যন্ত জরুরি। কম্প্রেসর অতিরিক্ত গরম হয়ে গেলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
8/12
২. শর্ট সার্কিট ওয়্যারিংয়ে ত্রুটির কারণেও বিস্ফোরণ হতে পারে। AC ব্যবহার করার আগে, সবসময় এটি চেক করে নেওয়া জরুরী।
advertisement
9/12
৩. হাই ভোল্টেজ বা পাওয়ার কম বেশি হওয়া ভোল্টেজে স্পাইক থাকলে এতে AC-এর ভিতরের কম্পোনেন্ট প্রভাবিত হবে। হঠাৎ বেশি ভোল্টেজ আসার কারণেও এমন হতে পারে। তাই সবসময় ভোল্টেজ স্ট্যাবিলাইজারের ব্যবহার করুন।
advertisement
10/12
৪. কম্প্রেসরে গ্যাস লিক হওয়া যদি রেফ্রিজারেন্ট গ্যাস লিক হয়ে জমা হয়, তাহলে এটি আগুন ধরতে পারে এবং বিস্ফোরণের কারণ হতে পারে। AC ব্যবহার করার আগে সবসময় একজন পেশাদার দ্বারা গ্যাসের স্তর পরীক্ষা করান।
advertisement
11/12
৫. এয়ার ফিল্টারে ধুলো জমার কারণে কম্প্রেসরের উপর চাপ পড়ে। তাই নিয়মিত AC সার্ভিসিং থেকে এই সমস্যাটি এড়ানো যায় এবং আপনার ইউনিট আরামে চলতে থাকে।
advertisement
12/12
কোন কোন সতর্কতা মনে রাখবেনমাসের পর মাস AC চালু করার আগে তার সার্ভিসিং করাতে ভুলবেন না। কম্প্রেসর গরম হলে সঙ্গে সঙ্গে চেক করান। গ্যাস লিকের দিকে নজর রাখুন। ভোল্টেজ স্ট্যাবিলাইজারের ব্যবহার অবশ্যই করুন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC বিস্ফোরণে মৃত‍্যু! খুব সাবধান, অনেকদিন বন্ধ, চালানোর পর বোমের মতো ফেটে যেতে পারে...এই ৫ ভুল কখনও করবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল