TRENDING:

Air Conditioner: এক যন্ত্রেই সাধারণ পাখা হয়ে যাবে এসি! গরমেও ঘর থাকবে ঠাণ্ডা

Last Updated:
আপনি যদি সত্যিই এই গরম থেকে বাঁচতে চান, তাহলে আপনার ফ্যানের সঙ্গে  এই যন্ত্রটি লাগিয়ে নিন। তারপরই হবে ম্যাজিক ঘর হয়ে উঠবে ঠাণ্ডা। আপনার ফ্যানই দেবে এয়ার কন্ডিশনারের মতো ঠান্ডা বাতাস দেবে।
advertisement
1/6
এক যন্ত্রেই সাধারণ পাখা হয়ে যাবে এসি! গরমেও ঘর থাকবে ঠাণ্ডা
প্রচণ্ড গরম, বৃষ্টির দেখা নেই। গ্রীষ্মের প্রবল দাবদাহে নাজেহাল আমজনতা। ইলেকট্রনিক্সের দোকানের বাইরে প্রায়ই এসি কেনার লম্বা লাইন চোখে পড়ছে। কিন্তু তাঁর মধ্যেও বেশ অনেকে এসি কিনতে পারছেন না। তাদের জন্য রয়েছে এসির বিকল্প।
advertisement
2/6
আপনি যদি সত্যিই এই গরম থেকে বাঁচতে চান, তাহলে আপনার ফ্যানের সঙ্গে  এই যন্ত্রটি লাগিয়ে নিন। তারপরই হবে ম্যাজিক ঘর হয়ে উঠবে ঠাণ্ডা। আপনার ফ্যানই দেবে এয়ার কন্ডিশনারের মতো ঠান্ডা বাতাস দেবে।
advertisement
3/6
এই যন্ত্রটি ই-কমার্স সাইট থেকে কেনা যাবে এবং এটি সহজেই ফ্যানের সঙ্গে লাগিয়ে নেওয়া যাবে। এটি কী ভাবে কাজ করে জেনে নিন
advertisement
4/6
আপনি যদি আপনার সাধারণ ফ্যানের এসি বানাতে চান তবে এর জন্য আপনাকে আপনার ফ্যানে ওয়াটার স্প্রিংকলার যন্ত্রটি লাগাতে হবে। এই যন্ত্রটি ব্যবহার করা খুব সহজ। এর জন্য আপনার একটি জলের ট্যাঙ্ক এবং পাম্প লাগবে।
advertisement
5/6
কী ভাবে জল স্প্রিংকলার কাজ করে? জল স্প্রিংকলারের জন্য জলের ট্যাঙ্ক এবং পাম্পও প্রয়োজন৷ এই যন্ত্রটির আকৃতি অনেকটা আংটির মতো গোল। যা ফ্যানের সামনে গ্রিলে রাখা হয়। এর পরে এটিকে পাম্প এবং জলের ট্যাঙ্কের সঙ্গে জুড়ে এটিকে চালু করতে হবে। এরপরই বের হতে শুরু করবে ঠান্ডা বাতাস।
advertisement
6/6
জল স্প্রিংকলার ডিভাইসের দাম কত? ই-কমার্স সাইট থেকে এই যন্ত্রটি কিনতে পারেন। ওয়াটার স্প্রিংকলারটির দাম পড়বে প্রায় ৩,৯৯৫ টাকা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Air Conditioner: এক যন্ত্রেই সাধারণ পাখা হয়ে যাবে এসি! গরমেও ঘর থাকবে ঠাণ্ডা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল