3 Star Vs 5 Star AC: ৫ স্টার না ৩ স্টার দেওয়া এসি কিনবেন? বিদ্যুতের বিল কমাতে হলে এখুনি জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
3 Star Vs 5 Star AC: এসি কেনার আগে অবশ্যই জানুন! কেন ৩ স্টার বা ৫ স্টার দেওয়া হয় এসিতে? ঘণ্টায় বিদ্যুতের বিলের তফাত জানলে চমকে যাবেন
advertisement
1/6

তীব্র গরমে বাজারে দেদার বিক্রি হচ্ছে শরীরকে ঠান্ডা রাখার ইলেকট্রিক্যালের সরঞ্জাম। এসি, ফ্যানের চাহিদা এক্কেবারে তুঙ্গে
advertisement
2/6
এসি, ফ্রিজ কিনতে গেলে এই তিনটে জিনিস না দেখে কিনবেন না! তাহলে আপনি ঠকতে পারেন
advertisement
3/6
এসির গায়ে লাল অক্ষরে লেখা থাকে স্টারের সংখ্যা। দেওয়া থাকে চিহ্ন! কিসের জন্য স্টার গুলো দেওয়া হয় তা জানুন
advertisement
4/6
প্রতিটি স্টার-এর একটি মানে রয়েছে। সর্বোচ্চ থাকে পাঁচ স্টার অবধি। ২ কিংবা ৩ স্টার মানে আপনার জিনিসটি ভাল কিন্তু ইলেকট্রিক বিলের পরিমাণ বেশি উঠবে। আর যদি থাকে ফাইভ স্টার(৫) তাহলে আপনাকে বছরে তেমনভাবে ইলেকট্রিক বিল এর ভার বহন করতে হবে না
advertisement
5/6
মূল কথায়, জিনিসে তিনটি স্টার থাকলে বিদ্যুতের বিল বেশি বহন করতে হবে কিন্তু এদিকে। সরঞ্জাম ভাল। তবে তার চেয়ে বেশি ভাল পাঁচটি স্টার যেটিতে রয়েছে। সরঞ্জামের গুণগত মান যেমন ভাল তেমনই ইলেক্ট্রিক বিলও আসবে নগন্য।
advertisement
6/6
তিনটি স্টার এবং পাঁচটি স্টারের মধ্যে তফাৎ সম্পর্কে বিশদে এক বিক্রেতা জানান, এক ঘণ্টায় তিনটে স্টার যুক্ত জিনিসের বিলের পরিমাণ যদি এক ইউনিট ওঠে, তাহলে পাঁচটি স্টার যুক্ত জিনিসটি ১ ঘণ্টা ব্যবহারে বিল উঠবে তার ৫০ শতাংশ। মানও ভাল, সাশ্রয়ও প্রচুর