TRENDING:

Wriddhiman Saha News: বাই বাই বাংলা, ত্রিপুরায় সই সেরে নিলেন ঋদ্ধিমান সাহা

Last Updated:
ঋদ্ধিমান সাহা চুক্তিপত্রে সই করে জানিয়েছেন, ‘‘আমার কিছু খবর দেওয়ার আছে৷ বাধা থাকবেই কিন্তু আমার একটা টার্গেট আছে, আর ম্যাচ জেতা আমার উদ্দেশ্য৷’’
advertisement
1/4
বাই বাই বাংলা, ত্রিপুরায় সই সেরে নিলেন ঋদ্ধিমান সাহা
#কলকাতা: ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha ) চুক্তিপত্রে সই সেরে ফেললেন৷ আর বাংলার জার্সি গায়ে খেলবেন না জানিয়ে দিয়েছিলেন ঋদ্ধি৷ একাধিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফার ছিল শিলিগুড়ির পাপালির কাছে৷ কিন্তু তিনি মন স্থির করেন ত্রিপুরাতেই খেলবেন৷ আর আজ সেই ত্রিপুরা ক্রিকেটের সঙ্গে সই করে নিলেন চুক্তিপত্রে৷ এবার থেকে ঋদ্ধিমান সাহা খেলবেন ত্রিপুরার জার্সিতে৷
advertisement
2/4
৩৮ বছরের ঋদ্ধিমান সাহা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন৷ ঋদ্ধিমান সাহা ভারতের জার্সিতে ৪০ টি টেস্ট ম্যাচ খেলেছেন৷ পাশাপাশি খেলেছেন ৯ টি একদিনের ম্যাচ৷
advertisement
3/4
ঋদ্ধিমান সাহা চুক্তিপত্রে সই করে জানিয়েছেন, ‘‘আমার কিছু খবর দেওয়ার আছে৷ বাধা থাকবেই কিন্তু আমার একটা টার্গেট আছে, আর ম্যাচ জেতা আমার উদ্দেশ্য৷’’
advertisement
4/4
এদিকে জাতীয় দলে খেলার পাশাপাশি আইপিএলেও খেলেন তিনি৷ এবারের আইপিএল  চ্যাম্পিয়ন গুজরাত লায়ন্সের হয়ে ভাল পারফরম্যান্স ঋদ্ধিমান সাহার৷ পরপর বিতর্ক তৈরি হওয়ার পর ঋদ্ধিমান সাহা জানিয়েছিলেন সিএবি-র পরিচলন সমিতির বেশ কিছু কর্তার ব্যবহারে আঘাত পেয়েছেন তিনি৷ তাই যখন তাঁকে ফিরতেও বলা হয় তাতেও বরফ গলেনি৷ ফলে বাংলাকে আপাতত পাকাপাকি বিদায় জানিয়েই দিলেন ঋদ্ধিমান সাহা৷ 
বাংলা খবর/ছবি/খেলা/
Wriddhiman Saha News: বাই বাই বাংলা, ত্রিপুরায় সই সেরে নিলেন ঋদ্ধিমান সাহা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল