Wriddhiman Saha: 'দাদা বলেছিল আমি যতদিন আছি চিন্তা করতে হবে না', বাদ পড়ে বিস্ফোরক ঋদ্ধিমান
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Wriddhiman Saha: শ্রীলঙ্কা সিরিজের জন্য বাদ ঋদ্ধিমান। তার পরই তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন।
advertisement
1/6

ঠিক যেমনটা আশঙ্কা করা হয়েছল, সেটাই সত্যি হল। শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় টেস্ট দল। আর সেই দল থেকে বাদ পড়লেন বাংলার ঋদ্ধিমান সাহা।
advertisement
2/6
১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। জায়গা পাননি ঋদ্ধি। তাঁর বদলে কে এস ভরতকে সুযোগ দিতে পারেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। কারণ ভরতকে পছন্দ করেন দ্রাবিড়। এমনটাই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেই কথাই সত্যি হয়ে দাঁড়াল। ঋষভ পন্থের সঙ্গে সেকেন্ড উইকেটকিপার হিসেবে রাখা হল ভরতকে। বাদ বাংলার ঋদ্ধি।
advertisement
3/6
শ্রীলঙ্কা সফর থেকে তিনি বাদ পড়তেই আরও একবার ঋদ্ধির অবসর জল্পনা উস্কে গেল। অনেকেই মনে করছেন, ভারতীয় টেস্ট দলের জন্য ঋদ্ধিমানের দরজা বন্ধ হয়ে গেল। শ্রীলঙ্কা সিরিজের জন্য দল থেকে বাদ পড়তেই বিস্ফোরক ঋদ্ধি।
advertisement
4/6
ঋদ্ধিমান সাহা এদিন বলেন, কানপুরের কাঁধে ব্যথা নিয়ে হাফ সেঞ্চুরি করার পর সৌরভ বলেছিলেন, আমি যতদিন আছি চিন্তা করতে হবে না।
advertisement
5/6
ঋদ্ধি এদিন আরও বলেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় রাহুল দ্রাবিড় আমাকে আকার-ইঙ্গিতে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
advertisement
6/6
বাংলার উইকেটকিপার-ব্যাটার আরও বলেন, নির্বাচক চেতন শর্মাও বলেছিলেন, আর তোমাকে ভারতীয় দলে নেওয়া হচ্ছে না ভবিষ্যতের জন্য।