সৌরভের মেয়ে হয়ে কেন সানা ক্রিকেট খেলেননি? উত্তর দিলেন 'দাদা', রয়েছে বড় কারণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sana Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে হয়েও কেন সানা ক্রিকেট খেললেন না! রয়েছে বড় এক কারণ। উত্তর দিলেন খোদ সৌরভ। জানলে অবাক হবেন।
advertisement
1/7

দাদাগিরিতে অনেক সময়ই সৌরভ গঙ্গোপাধ্যায় মনের কথা বলে ফেলেন। তা সে স্ত্রী ডোনাকে নিয়ে হোক, বা মেয়ে সানাকে নিয়ে। এবারও সৌরভ জানালেন এক গোপন কথা।
advertisement
2/7
সৌরভ এত বড় মাপের একজন ক্রিকেটার। তবুও তাঁর মেয়ে সানা কেন ক্রিকেট খেললেন না! এ প্রশ্ন হয়তো কোনও না কোনও সময় কারও মাথায় এসেছে!
advertisement
3/7
দাদাগিরির এক এপিসোডে খেলতে এসেছিলেন গায়িকা অন্তরা মিত্র। বীরভূমে জেলার হয়ে খেলছিলেন তিনি। সেই অন্তরা জানান, তাঁরা যে স্কুলে পড়তেন, সেখানকার মেয়েদের মধ্যে একটা সময় ক্রিকেট নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে।
advertisement
4/7
অন্তরা জানান, একবার বন্যার সময় তাঁদের ক্রিকেট কিট ভেসে যায়। ক্রিকেটের প্রতি এই উন্মাদনার কথা শুনে সৌরভ খুব খুশি হন।
advertisement
5/7
সৌরভ বলেন, আমি সানাকে বলি তুমি ভুল সময়ে জন্মেছো। মেয়েদের ক্রিকেট গত কয়েক বছরে দারুন জনপ্রিয় হয়েছে। এখন বিরাট কোহলি টেস্ট খেলে যা টাকা পায়, স্মৃতি মন্ধনাও একই টাকা পায়।
advertisement
6/7
সৌরভ আরও বলেন, সানা যখন ছোট ছিল তখন মেয়েদের ক্রিকেট এতটা জনপ্রিয় ছিল না। না হলে হয়তো ওকে ক্রিকেট খেলাতাম!
advertisement
7/7
ইউসিএলে অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছেন সানা গঙ্গোপাধ্যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ইনোভারভিতে চাকরি করছেন তিনি।