১৩ বছর আগের রাত, শাহরুখ কি সেদিন মদ্যপ ছিলেন? গোটা দেশে হইচই পড়েছিল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shahrukh Khan kkr- ১৩ বছর আগের রাতে ওয়াংখেড়েতে সুহানার সঙ্গে যা ঘটেছিল, তার পর শাহরুখ খান তেড়ে গিয়েছিলেন সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তির দিকে৷
advertisement
1/6

সন্তানের প্রতি মা-বাবার স্নেহ ও দায়িত্বের উদাহরণের কোনও বিকল্প নেই৷ সে আম আদমি হোন বা তারকা৷ তাই সন্তানের দিকে যদি কোনও মানুষ অপ্রীতিকর কিছু করে তাহলে বাবা হয়ে চুপ করে তা উড়িয়ে দেওয়া যায় না৷ তেমনই ১৩ বছর আগের রাতে ওয়াংখেড়েতে সুহানার সঙ্গে যা ঘটেছিল, তার পর শাহরুখ খান তেড়ে গিয়েছিলেন সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তির দিকে৷ সে কথা আজও অনেকেই ভোলেননি হয়তো!
advertisement
2/6
IPL ২০২৫-এ মুম্বইয়ের কাছে আবার হেরেছে কেকেআর। পরিসংখ্যান বলছে মোট ৩৫টি ম্যাচে কেকেআর মুম্বইয়ের কাছে হেরেছে ২৪টি ম্যাচ। অর্থাৎ মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের রেকর্ড ভাল নয়। আর মুম্বইয়ের ওয়াংখেড়েতেই কেকেআর কর্ণধার শাহরুখের সঙ্গে ঝামেলা বেঁধেছিল এক নিরাপত্তাকর্মীর।
advertisement
3/6
আজ থেকে ১৩ বছর আগে প্রথমবার ওয়াংখেড়েতে মুম্বই বধ করেছিল শাহরুখের ছেলেরা৷ তারপর ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হলেও সেই রাতটা কেকেআর কর্ণধার শাহরুখের জীবনে একটি কলঙ্কিত অধ্যায় হিসেবেই থেকে গিয়েছে৷ ওয়াংখেড়েতে তার পর পাঁচ বছরের জন্য শাহরুখের ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। তবে শাহরুখ তার পর থেকে আর ওয়াংখেড়েতে যান না।
advertisement
4/6
শোনা যায়, মুম্বই ফ্র্যাঞ্চাইজি কেনার ইচ্ছা ছিল শাহরুখের। কিন্তু তা হয়নি। ফলে কিং খান নিজের দ্বিতীয় পছন্দের দল কলকাতা কিনেছিলেন৷ যে মুম্বই থেকেই তাঁর উত্থান সেই মুম্বইকে হারানোর রোখ ছিল তাঁর৷ ১৩ বছর আগে প্রথমবার যখন কেকেআর ওয়াংখেড়েতে জিতেছিল, তখন নাকি আনন্দে উচ্ছ্বাসে শাহরুখ অত্যন্ত খারাপ ব্যবহার করেছিলেন নিরপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে৷ অনেকে আবার এটাও দাবি করেন, শাহরুখ সেদিন মদ্যপ ছিলেন!
advertisement
5/6
কেকেআর ম্যানেজমেন্ট-এর সঙ্গে যুক্ত এক কর্তা দাবি করেছিলেন, সেই রাতে শাহরুখ কন্যা সুহানাকে লক্ষ্য করে যৌন উস্কানিমূলক অশ্লীল মন্তব্য করা হয়েছিল৷ যা বাবা হয়ে শাহরুখ সহ্য করতে পারেননি৷ তার পরই রাগে ফেটে পড়েন তিনি। তেড়ে যান নিরাপত্তাকর্মীর দিকে। সেই থেকেই ঝামেলার শুরু।
advertisement
6/6
আইপিএলে কেকেআরের খেলা মানেই শাহরুখ খান মাঠে থাকার চেষ্টা করেন। এমনকী দল হারলেও তিনি দলের পাশে একইভাবে থাকার চেষ্টা করেন। কেকেআর ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্ক দুর্দান্ত। তবে সেদিন রাতের ঘটনা শাহরুখের নামের পাশে জুড়ে রয়েছে। সেই রাতে ঠিক কী হয়েছিল, তা নিশ্চিতভাবে বলা মুশকিল। তবে সেদিন গোটা দেশ দেখেছিল শাহরুখের অন্য রূপ।