Bangladesh : বাংলাদেশকে কেন বাদ দেওয়া হল বিশ্বকাপ থেকে? 'আসল কারণ' জানাল আইসিসি, বিসিবি-র মিথ্যে প্রচারের দিন শেষ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bcb vs Icc : নিরাপত্তাজনিত কারণ দেখিয়েই ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চায়নি বাংলাদেশ। আইসিসি জানিয়ে দিল, ভারতে নিরাপত্তার কোনও সমস্যা নেই। তাই একদম শেষবেলায় এসে বিশ্বকাপের সূচি বদল করা কোনওভাবেই সম্ভব নয়।
advertisement
1/5

মিথ্যে কথার ডালি সাজিয়ে বসেছিল বিসিবি! বাংলাদেশ ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ খেলতে এলে নিরাপত্তা নিয়ে সমস্যআ হবে, এমনই দাবি করেছিল বিসিবি। আইসিসি-র কাছে বিশ্বকাপ না খেলার কারণ হিসেবে সেটাই তুলে ধরেছিল তারা। তবে সেই দাবি ধোপে টিকল না।
advertisement
2/5
বিশ্বকাপ থেকে কেন বাংলাদেশকে বাদ দেওয়া হল? আনুষ্ঠানিকভাবে সেই কারণ শেয়ার করল আইসিসি। আর তাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত ভুয়ো দাবি নস্যাৎ হল। জয় শাহর আইসিসি যা জানাল, তার পর বিসিবি-র কর্তাদের মুখে কুলুপ।
advertisement
3/5
নিরাপত্তাজনিত কারণ দেখিয়েই ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চায়নি বাংলাদেশ। আইসিসি জানিয়ে দিল, ভারতে নিরাপত্তার কোনও সমস্যা নেই। তাই একদম শেষবেলায় এসে বিশ্বকাপের সূচি বদল করা কোনওভাবেই সম্ভব নয়।
advertisement
4/5
বিবৃতি জারি করে আইসিসি জানাল, পূর্ব নির্ধারিত সূচি মেনে ভারতে বিশ্বকাপ খেলতে রাজি ছিল না বাংলাদেশ। তাই বাংলাদেশের বদলে বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে।
advertisement
5/5
ভারতে নিরাপত্তা নিয়ে বাংলাদেশের দাবি যে সম্পূর্ণ ভিত্তিহীন, সেটাও বিবৃতিতে উল্লেখ করেছে আইসিসি। ফলে গোটা বিশ্ব জানতে পারল, বাংলাদেশ অকারণেই ভারতের বদনাম করতে চেয়েছিল!