IPL 2024 Auction: আইপিএলের ১০ দল কতজন করে প্লেয়ার কিনল? দেখে নিন সম্পূর্ণ তালিকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Which players IPL 10 Franchise Buy in the IPL 2024 auction: দুবাইয়ে বসেছিল আইপিএল ২০২৪-এর মিনি নিলামের আসর। দল সাজিয়ে নিয়েছে আইপিএলের ১০টি দল। কেমন দল গড়ল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। দেখে নিন এক নজরে।
advertisement
1/11

দুবাইয়ে বসেছিল আইপিএল ২০২৪-এর মিনি নিলামের আসর। দল সাজিয়ে নিয়েছে আইপিএলের ১০টি দল। কেমন দল গড়ল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। দেখে নিন এক নজরে।
advertisement
2/11
কলকাতা নাইট রাইডার্স: মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি টাকা), শেরফেন রাদারফোর্ড (১.৫ কোটি), মুজিব উর রহমান (২ কোটি), গুস অ্যাটকিনসন (১কোটি ), কেএস ভারত (৫০ লক্ষ), চেতন সাকারিয়া (৫০ লক্ষ ),মনীশ পান্ডে (৫০ লক্ষ), অঙ্গকৃশ রঘুবংশী (২০ লক্ষ), রমনদীপ সিং (২০ লক্ষ), সাকিব হুসেন (২০ লক্ষ )।
advertisement
3/11
মুম্বই ইন্ডিয়ান্স: আইপিএল 2024 নিলামে কেনা এমআই খেলোয়াড়: জেরাল্ড কোয়েটজি ( ৫ কোটি টাকা), দিলশান মাদুশঙ্কা (৪.৬০ কোটি টাকা), শ্রেয়াস গোপাল (২০ লাখ টাকা), নুয়ান থুশারা (৪.৮০ কোটি টাকা), নমন ধীর (২০ টাকা লাখ), আনশুল কাম্বোজ (২০ লাখ টাকা), মোহাম্মদ নবী (১.৫ কোটি টাকা), শিবালিক শর্মা (২০ লাখ টাকা)।
advertisement
4/11
চেন্নাই সুপার কিংস: রাচিন রবীন্দ্র (১.৮ কোটি টাকা), শার্দুল ঠাকুর (৪ কোটি টাকা), ড্যারিল মিচেল (১৪ কোটি টাকা), সমীর রিজভি (৮.৪০ কোটি টাকা), মুস্তাফিজুর রহমান (২ কোটি টাকা), অবনীশ রাও আরাভেলি (২০ লাখ টাকা)।
advertisement
5/11
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: আলজারি জোসেফ (১১.৫০ কোটি টাকা), যশ দয়াল (৫ কোটি টাকা), টম কুরান (১.৫ কোটি টাকা), লকি ফার্গুসন (২ কোটি টাকা), স্বপ্নিল সিং (২০ লাখ টাকা), সৌরভ চৌহান (২০ লাখ টাকা)।
advertisement
6/11
গুজরাত টাইটান্স: আজমতুল্লাহ ওমরজাই (৫০ লাখ টাকা), উমেশ যাদব (৫.৮০ কোটি টাকা), শাহরুখ খান (৭.৪০ কোটি টাকা), সুশান্ত মিশ্র (২.২০ কোটি টাকা), কার্তিক ত্যাগী (৬০ লক্ষ টাকা), মানব সুথার (২০ লাখ টাকা), স্পেনসার জনসন (১০ কোটি টাকা), রবিন মিঞ্জ (৩.৬০ কোটি টাকা)।
advertisement
7/11
সানরাইজার্স হায়দদাবাদ: ট্র্যাভিস হেড (৬.৮০ কোটি টাকা), ওয়ানিন্দু হাসরাঙ্গা (১.৫ কোটি টাকা), প্যাট কামিন্স (২০.৫০ কোটি টাকা), জয়দেব উনাদকাট (১.৬০ কোটি টাকা), আকাশ সিং (২০ লাখ টাকা), ঝাথাভেধ সুব্রমানিয়ান (২০ লাখ টাকা)।
advertisement
8/11
দিল্লি ক্যাপিটালস: হ্যারি ব্রুক (৪ কোটি টাকা), ট্রিস্টান স্টাবস (৫০ লাখ টাকা), রিকি ভুই (২০ লাখ টাকা), কুমার কুশাগ্র (৭.২০ কোটি টাকা), রাসিখ দার (২০ লাখ টাকা), ঝাই রিচার্ডসন (৫ কোটি টাকা), সুমিত কুমার (১ কোটি টাকা), শাই হোপ (৭৫ লাখ টাকা), স্বস্তিক চিকারা (২০ লাখ টাকা)।
advertisement
9/11
রাজস্থান রয়্যালস: রোভম্যান পাওয়েল (৭.৪ কোটি টাকা), শুভম দুবে (৫.৮০ কোটি টাকা), টম কোহলার-ক্যাডমোর (৪০ লাখ টাকা), আবিদ মুশতাক (২০ লাখ টাকা), নানদ্পে বারগার (৫০ লাখ টাকা)।
advertisement
10/11
পঞ্জাব কিংস: হর্ষাল প্যাটেল (১১.৭৫ কোটি টাকা), ক্রিস ওকস (৪.২০ কোটি টাকা), আশুতোষ শর্মা (২০ লাখ টাকা), বিশ্বনাথ প্রতাপ সিং (২০ লাখ টাকা), শশাঙ্ক সিং (২০ লাখ টাকা), তনয় থ্যাগরাজান (২০ লাখ টাকা), প্রিন্স চৌধুরী (২০ লক্ষ টাকা), রিলি রোসু (৮ কোটি টাকা)।
advertisement
11/11
লখনউ সুপার জায়ান্টস: শিবম মাভি (৬.৪০ কোটি টাকা), আরশিন কুলকার্নি (২০ লাখ টাকা), এম. সিদ্ধার্থ (২.৪০ কোটি টাকা), অ্যাশটন টার্নার (১ কোটি টাকা), ডেভিড উইলি (২ কোটি টাকা), ম: আরশাদ খান (২০ লাখ টাকা)।