TRENDING:

এই কারণে আন্ডারওয়ারে টিস্যু গুঁজে বিশ্বকাপ খেলতে হয়েছিল সচিনকে

Last Updated:
advertisement
1/6
এই কারণে আন্ডারওয়ারে টিস্যু গুঁজে বিশ্বকাপ খেলতে হয়েছিল সচিনকে
বাইশ গজের মহাযুদ্ধে এমন দিনও দেখতে হয়েছে মাস্টার ব্লাস্টারকে ৷ ২০ বছরের ক্রিকেট কেরিয়ারে পাঁচটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে যার ঝুলিতে, সেই সচিন তেন্ডুলকর পড়েছিলেন এমন অস্বস্তিকর অবস্থায় ৷Photo- PTI
advertisement
2/6
এতেই আরও একবার প্রমাণিত ক্রিকেটের প্রতি সচিনের ভালবাসা ৷ বিশ্বকাপে দেশের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করাই তাঁর জীবনের আসল লক্ষ্য ৷ ক্রিকেটের জন্য তিনি কতদূর আত্মত্যাগ করতে পারেন তা এতদিনে ভাল করেই জানেন তাঁর ক্রিকেট ভক্তরা ৷ কিন্তু ভারত অস্ট্রেলিয়া পাওয়ার প্যাক ম্যাচের আগে সচিনের শেয়ার করা এই অভিজ্ঞতা আরও একবার বুঝিয়ে দিল তাঁকে এমনি এমনি ক্রিকেটের ভগবান বলে ডাকা হয় না ৷
advertisement
3/6
ম্যাচের আগে সচিন তেন্ডুলকর তাঁর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতার ঝুলি থেকে একটি কথা জানান ৷ কথায় কথায় বলেন, একবার তাঁকে ডায়পার পরে বিশ্বকাপ খেলতে হয়েছিল ৷ শুধু তাই নয়, ম্যাচের মাঝে বহুবার বদলাতে হয় সেই ডায়পারও ৷Photo- AFP
advertisement
4/6
চমকে যাওয়া এই তথ্য দিয়ে, মাস্টার ব্লাস্টার নিজেই জানান তার কারণ ৷ আসলে ২০০৩ বিশ্বকাপ চলাকালীন পেট খারাপ হয়েছিল সচিনের ৷
advertisement
5/6
সুপার সিক্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ম্যাচের দিন তাঁর এতটাই অবস্থা খারাপ হয় যে ড্রিঙ্কস ব্রেকে অনেক বার ড্রেসিংরুমে ফিরতে হয় ৷
advertisement
6/6
নুন-চিনির জল থেকে শুরু করে হাজারও টোটকাতেও মেটেনি সমস্যা ৷ বরং অবস্থা আরও খারাপ হয়ে যায় ৷ তাও খেলা থেকে দমানো যায়নি সচিনকে ৷ জাঙিয়ার মধ্যে পুরু করে টিস্যু গুঁজে ব্যাটিং করতে নামেন তেন্ডুলকর ৷ এই ঘটনার কথা নিজের আত্মজীবনী 'Playing it My Way’-তেও উল্লেখ করেছেন মাস্টার ব্লাস্টার ৷
বাংলা খবর/ছবি/খেলা/
এই কারণে আন্ডারওয়ারে টিস্যু গুঁজে বিশ্বকাপ খেলতে হয়েছিল সচিনকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল