রিঙ্কু সিংয়ের মাইনে এত কম! কেকেআরে কতজনের বেতন কোটি টাকা? দেখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rinku Singh Salary: কত টাকা মাইনে পান রিঙ্কু সিং? এত ভাল ক্রিকেটার, টাকার অঙ্ক শুনলে বিশ্বাস হবে না।
advertisement
1/7

আইপিএলে ভাল পারফরম্যান্সের সুবাদে সুযোগ পেয়েছিলেন ভারতীয় টি-২০ দলে। টি-২০ ফর্ম্যাটে অল্প সময়েই নিজের জাত চিনিয়েছেন কেকেআর তারকা রিঙ্কু সিং। খেলেছেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস। তবে কেকেআরে তিনি কি ব্রাত্য!
advertisement
2/7
অনেকেই বলছেন, মিচেল স্টার্কের জন্য ২৫ কোটি টাকা খরচ করে কেকেআর। অথচ রিঙ্কু সিংয়ের বেলা কার্পণ্য করছে শাহরুখ খানের দল।
advertisement
3/7
এবার আইপিএল নিলামের আগে মোট ১৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছিল কেকেআর। তার মধ্যে রিঙ্কু একজন।
advertisement
4/7
কেকেআরের জার্সিতে একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন রিঙ্কু। তবুও কেকেআরের থেকে তিনি পান মাত্র ৫৫ লাখ টাকা।
advertisement
5/7
রিঙ্কু সিং এত কম টাকা পেলেও কেকেআরের অনেকেই কিন্তু ভাল অর্থ পান। যেমন আন্দ্রে রাসেল পান ১৬ কোটি টাকা। শ্রেয়স আইয়ার ১২ কোটি ২৫ লাখ টাকা। বরুণ চক্রবর্তী ১২ কোটি টাকা।
advertisement
6/7
জল্পনা শুরু হয়েছে, এবারের আইপিএলে শেষবার কেকেআরের হয়ে খেলতে দেখা যাবে রিঙ্কু সিংকে। পরের বছর তিনি অন্য কোনও দলের জার্সি গায়ে খেলবেন।
advertisement
7/7
রিঙ্কু অবশ্য বরাবর বলে এসেছেন, তিনি কেকেআরে খুশিতেই আছেন। তবে তাঁর টাকার অঙ্কটা এত কম বলেই হয়তো প্রশ্ন উঠছে!