Bangladesh : সব হুমকি, হুঁশিয়ারি শেষ! বিশ্বকাপে খেলতে চেয়ে ‘সুর নরম’ বাংলাদেশ বোর্ডের! আইসিসি কড়া হতেই জারিজুরি শেষ!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
BCB vs BCCI : মঙ্গলবারের বৈঠক শেষে বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এই বৈঠক আয়োজন করে আইসিসি। এর আগে রবিবার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছিল।
advertisement
1/6

২০২৬ টি২০ বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে চায় না। তবে এই নিয়ে মঙ্গলবার আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠক হয়েছে।ইএসপিএনক্রিকইনফো-এর এক রিপোর্ট জানিয়েছে, মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানায়, নিরাপত্তার কারণে ভারতের বাইরে ম্যাচ খেলার অনুরোধ তারা মানছে না। আইসিসি আরও জানায়, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে এসেই খেলতে হবে। না গেলে পয়েন্ট হারাতে হবে।
advertisement
2/6
বিসিবির দাবি আলাদা। তারা বলছে,, আইসিসি তাদের এমন কোনো চূড়ান্ত বার্তা দেয়নি। বিসিবি বলছে, পয়েন্ট হারানোর বিষয়ে কোনো আলটিমেটাম জানানো হয়নি। তবে এরই মধ্যে ম্যাচ অন্যত্র নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে আইসিসি’কে চিঠি দিয়েছে বিসিবি।
advertisement
3/6
মঙ্গলবারের বৈঠক শেষে বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এই বৈঠক আয়োজন করে আইসিসি। এর আগে রবিবার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছিল। তবে এরই মধ্যে বিসিসি-র সুর যে নরম হয়েছে তার আভাস পাওয়া গিয়েছে।
advertisement
4/6
ভারতের বদলে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় দেওয়া হোক, বিসিবির দাবি এমনই। অনেকের দাবি, এরই মধ্যে বিসিবি-র অবস্থানও আরও নরম হয়েছে।
advertisement
5/6
এরই মধ্যে আইসিসি-র কাছে বিসিবি আর্জি জানিয়েছে, বিষয়টি যেন বিবেচনা করা হয়! এদিকে, শুরুতে তারা কড়া অবস্থানে ছিল। জানিয়েছিল, কোনওভাবেই ভারতে আসবে না খেলতে! তবে এখন সুর অনেকটাই নরম।
advertisement
6/6
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০টি দলের টি২০ বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত। বিশ্বকাপ আয়োজন হবে ভারত ও শ্রীলঙ্কায়। গ্রুপ সি-তে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিরুদ্ধে।