‘‘ ম্যায় তো সুপারম্যান ’’.......
Last Updated:
গ্রুপ পর্যায় হাঙ্গেরি ম্যাচে দু’টো গোল করলেও বুধবারই যেন চেনা ছন্দে পাওয়া গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৷ গোল করলেন এবং করালেনও ৷
advertisement
1/5

গ্রুপ পর্যায় হাঙ্গেরি ম্যাচে দু’টো গোল করলেও বুধবারই যেন চেনা ছন্দে পাওয়া গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৷ গোল করলেন এবং করালেনও ৷ গ্যারেথ বেলের ওয়েলসকে ২-০ গোলে উড়িয়ে দিল সিআরসেভেনের পর্তুগাল।
advertisement
2/5
প্রথমার্ধের খেলা দেখে বোঝা যায়নি যে দ্বিতীয়ার্ধে অপেক্ষা করছে আরও চমক ৷ নক-আউট পর্বে বেশি ম্যাচের নিষ্পত্তিই হয় অতিরিক্ত সময় বা টাইব্রেকারে ৷ এদিন কিন্তু নির্ধারিত ৯০ মিনিটেই জয় ছিনিয়ে নিল রোনাল্ডো অ্যান্ড কোম্পানি ৷
advertisement
3/5
ম্যায় তো সুপারম্যান........
advertisement
4/5
শেষবার ইউরো কাপের ফাইনালে পর্তুগাল উঠেছিল ২০০৪ সালে ৷ তখন সবে কেরিয়ার শুরু করেছেন রোনাল্ডো ৷ আর এখন দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ার ৷ দেশকে চ্যাম্পিয়ন করার গুরুদায়িত্ব এখন তাঁর উপরেই ৷ ফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স হোক বা জার্মানি, এবছর আর নিশ্চয় রানার্স হতে চাইবেন না পর্তুগীজরা ৷
advertisement
5/5