নিজের বোনকেই বিয়ে করেছেন বীরেন্দ্র শেহওয়াগ? অনেকেই আসল সত্যিটা জানেন না
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
virender sehwag: বোনকে বিয়ে করেছেন বীরু? সত্যিটা জানলে চমকে যাবেন।
advertisement
1/8

বীারেন্দ্র শেহওয়াগ ও আরতির সুখী দাম্পত্য জীবন। তাঁদের দুই ছেলে রয়েছে। তবে একটা সময় রটে গিয়েছিল, শেহওয়াগ নাকি নিজের তুতো বোনকে বিয়ে করেছেন!
advertisement
2/8
পাকিস্তানের শাহিদ আফ্রিদি বা বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের মতো বীরেন্দ্র শেহওয়াগও কি নিজের তুতো বোনকে বিয়ে করেছেন! এই নিয়ে অনেকের কাছেই ভুল তথ্য রয়েছে।
advertisement
3/8
শেহওয়াগ ও আরতির প্রথম দেখা হয়েছিল এক আত্মীয়ের বিয়েতে। তখন তাঁরা দুজনেই অনেক ছোট।
advertisement
4/8
আরতির এক আত্মীয়ের বিয়েতে প্রথম দেখা হয়েছিল তাঁদের। তখন শেহওয়াগের বয়স ছিল ৭, আরতির ৫ বছর।
advertisement
5/8
আন্তর্জাতিক ক্রিকেটে শেহওয়াগের ১৬ হাজারের বেশি রান রয়েছে। আর্যবীর ও ভেদান্ত, দুই ছেলের বাবা তিনি। এখন তাঁকে দেখা যায় ধারাভাষ্যকার হিসেবে।
advertisement
6/8
যাই হোক, আসল কথা হল, শেহওয়াগ কখনওই নিজের তুতো বোনকে বিয়ে করেননি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম ভুল খবরে রটিয়ে দিয়েছিল, বীরু নাকি তাঁর তুতো বোনকে বিয়ে করেছিলেন!
advertisement
7/8
রটে যায়, আরতি নাকি শেহওয়াগের দূর সম্পর্কের তুতো বোন। ব্য়াপারটা একেবারেই সত্যি নয়।
advertisement
8/8
শেহওয়াগ ও আরতির সুখের সংসার। তবে বীরু কখনওই এই ব্যাপারে মুখ খোলেননি। তিনি এসব ব্যাপার খুব একটা পাত্তাও দেননি।