৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির! 'নতুন সম্পর্ক' কার সঙ্গে, ঠিক হয়ে গেল!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli: বিরাট কোহলির প্রায় ৮ বছরের সম্পর্ক ভাঙছে। অথচ এই নিয়ে কোনও পক্ষই এখনও মুখ খোলেনি। তবে জানা যাচ্ছে, নতুন চুক্তিতে সই করবেন কোহলি।
advertisement
1/6

একটা-দুটো দিন নয়, প্রায় বছরের সম্পর্ক। পেশাদার সম্পর্ক বটে। তবুও সম্পর্ক তো! আর সেই সম্পর্ক থেকে এবার বেরিয়ে আসছেন বিরাট কোহলি।
advertisement
2/6
জনপ্রিয় সংস্থা Puma-র সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে কোহলির। ২০১৭ সালে যে সম্পর্ক শুরু হয়েছিল, তা আর থাকল না।
advertisement
3/6
জানা গিয়েছে, Puma-র সঙ্গে কোহলির ১১০ কোটি টাকার চুক্তি ছিল। প্রায় ৮ বছর ধরে এই জার্মান সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর ছিলেন কোহলি।
advertisement
4/6
বিরাট কোহলির স্ত্রী অনুষ্কার সঙ্গে এই সংস্থার চুক্তি রয়েছে। এমনকী কোহলির আইপিএলের দল আরসিবির কিট স্পনসর তারা।
advertisement
5/6
জানা যাচ্ছে, Agilitas sports-এর সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন বিরাট কোহলি। জানা যাচ্ছে, এই সংস্থার অংশীদারও হবেন কোহলি।
advertisement
6/6
Puma অবশ্য এই খবর ভিত্তিহীন বলে দাবি করেছে। তবে তারা এখনও কোনও সরকারি বিবৃতি দেয়নি। এমনকী বিরাট কোহলিও এই নিয়ে মুখ খোলেননি।