Virat Kohli Retirement: টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছেপ্রকাশ বিরাট কোহলির! সিদ্ধান্ত বিবেচনা করতে বলল বিসিসিআই
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Virat Kohli Retirement: রোহিত শর্মার পরেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি।
advertisement
1/5

রোহিত শর্মার পরেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছেপ্রকাশ করলেন বিরাট কোহলি। আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা বোর্ডকে জানিয়েছেন কোহলি।
advertisement
2/5
BCCI-কে ভারতীয় ক্রিকেটের মহাতারকা জানিয়েছেন, তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। Indian Express-এর একটি রিপোর্ট অনুযায়ী, কোহলি অনেক চিন্তাভাবনার পর বোর্ডকে তার লাল বলের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করতে চান।
advertisement
3/5
সামনেই ইংল্যান্ড সিরিজ, তাই কোহলিকে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে বিসিসিআই। যদিও বিরাট তার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানাননি এখনও।
advertisement
4/5
টেস্ট ক্রিকেটে তো বটেই, সব ফর্ম্যাটে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার কোহলি। টেস্টে ভারতের হয়ে ১২৩টি টেস্ট খেলেছেন কোহলি, ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন।
advertisement
5/5
রোহিতের অবসরের পরে কোহলির অবসরের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের জন্য বড় পদক্ষেপ হতে পারে। এবার দেখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কোহলি ফের সাদা জার্সি গায়ে নামেন কি না।