বিরাট কোহলি, রোহিত শর্মার পড়াশোনা কত দূর? তাঁদের স্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা বেশি!
- Published by:Suman Majumder
Last Updated:
Indian Cricketers And Their Educational Qualification: কোহলি, রোহিত, জাদেজাদের পড়াশোনা কতদূর! তাঁদের স্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা কী!
advertisement
1/6

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সমর্থকদের অন্যতম প্রিয় তারকা। মাঠে যখন তাঁর ব্যাট কথা বলে, তখন প্রতিপক্ষ দলের আর রক্ষে নেই। তাঁদের পড়াশোনা কতদূর! দুই তারকার স্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা কতদূর! ক্রিকেটের কারণে রোহিত ও বিরাটের পড়াশোনা অসম্পূর্ণ থেকে যায়। তবে দুজনের স্ত্রীই খুব শিক্ষিত। দুজনেরই পেশাদার ডিগ্রি রয়েছে।
advertisement
2/6
বলিউড তারকা অনুষ্কা শর্মা ১১ ডিসেম্বর, ২০১৭-এ ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে বিয়ে করেন। অনেক কম বয়স থেকে ক্রিকেট খেলেন বিরাট। ক্রিকেটকে কেরিয়ার হিসেবে নেওয়ায় তিনি ক্লাস টুয়েলভের পর আর পড়াশোনা করতে পারেননি। তবে, অনুষ্কা আর্টস-এ স্নাতক। তার পরে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর। তিনি নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থাও চালাতেন। তবে মা হওয়ার পর ভাইয়ের হাতে এই দায়িত্ব তুলে দিয়েছেন তিনি।
advertisement
3/6
রোহিত শর্মা মুম্বইয়ের স্বামী ইন্টারন্যাশনাল স্কুল এবং রিজভি কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স নিয়ে পড়াশোনা করেছেন। তিনিও ক্লাস টুয়েলভ পাস। যদিও তাঁর স্ত্রী রীতিকা সাজদেহ স্নাতক। পেশাদার ডিগ্রি অর্জনের পর তিনি তাঁর ভাই বান্টি সাজদেহের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিতে স্পোর্টস ইভেন্ট ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন।
advertisement
4/6
জসপ্রিৎ বুমরাহ ক্লাস টুয়েলভ পাস। তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন অবশ্য স্পোর্টস অ্যাঙ্কর। সিম্বোসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি পুনে থেকে বি টেক ডিগ্রি অর্জন করেন সঞ্জনা।
advertisement
5/6
যুজবেন্দ্র চাহাল হরিয়ানার মহাত্মা গান্ধী কলেজ অফ হেলথ সায়েন্স থেকে স্নাতক হন। চাহাল ডিএভি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন। তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা ২০১৪ সালে ডিওয়াই পাটিল ডেন্টাল কলেজ, মুম্বই থেকে পড়াশোনা করেছেন। তিনি একজন ট্রেইন্ড ড্যান্সারও বটে।
advertisement
6/6
রবীন্দ্র জাদেজার স্ত্রী রিবাবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন।