India vs Pakistan In WT20: ভারত-পাকিস্তান ম্যাচ, এক মিনিটে সব প্রচারে জল ঢেলে দিলেন বিরাট কোহলি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli On India vs Pakistan Match In Wt20: এমন একখানা কথা বললেন কোহলি, ভারত-পাকিস্তান ম্যাচের সব উত্তেজনায় জল পড়ে গেল।
advertisement
1/5

এত প্রচার। এত হাইপ। সব কিছুতে এক মিনিটে জল ঢেলে দিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আর সাতদিনও বাকি নেই। তার আগে বিরাট কোহলি একেবারেই উত্তেজনায় হাত সেঁকতে রাজি নন। বরং তিনি ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যাবতীয় উত্সাহে যেন জলই ঢেলে দিলেন।
advertisement
2/5
২০০৮ সালে মুম্বইতে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। এখন আর মাদার অফ অল ব্যাটল- দেখার সুযোগ তেমন পান না ক্রিকেটপ্রেমীরা। এখন ভারত-পাকিস্তান মুখোমুখি হয় একমাত্র আইসিসি আয়োজিত টুর্নামেন্টে। আর এমন হাইভোল্টেজ ম্যাচ নিয়ে নাকি বেশি কিছু ভাবতে রাজি নন বিরাট কোহলি।
advertisement
3/5
এদিন সাংবাদিক সম্মেলনে এসে বিরাট কোহলি জানিয়ে দিলেন, ভারত-পাকিস্তান ম্য়াচ তাঁর কাছে আলাদা কিছু নয়। স্রেফ একটা ম্যাচ। এদিকে, মিডিয়া, ব্রডকাস্টার থেকে শুরু করে একাধিক বিজ্ঞাপনী সংস্থা এই ম্যাচ ঘিরে আলাদা একটা হাইপ তৈরির চেষ্টা করছে। সব কিছু যেন এক মিনিটে পণ্ড করে দিলেন কোহলি।
advertisement
4/5
advertisement
5/5
কোহলি এদিন বললেন, আমার কাছে এটা আর পাঁচটা ম্যাচের মতোই। বাড়তি কিছু ভাবছি না। জানি, এই ম্যাচের জন্য বাড়তি প্রচার থাকে। টিকিটের চাহিদা থাকে। টিকিট বিক্রিরও ব্যাপার থাকে। আমার কাছে অনেক বন্ধু টিকিট চেয়েছিল। কিন্তু তাদের ফেরাতে বাধ্য হয়েছি।