TRENDING:

Virat Kohli: ১৩ বছরের ছোট নায়িকার ছবিতে লাইক বিরাট কোহলির! তোলপাড় সোশ্যাল মিডিয়া, এল 'জবাব'

Last Updated:
Virat Kohli-Avneet Kaur- অভনীত কৌরের ভক্তদের পরিচালিত পেজের পোস্টে লাইক দিয়েছেন বিরাট কোহলি। অখ্যাত অভিনেত্রীর ছবিতে তার লাইক মানতে পারছেন না নেটিজেন ও ক্রিকেটভক্তদের অনেকেই।
advertisement
1/6
১৩ বছরের ছোট নায়িকার ছবিতে লাইক বিরাট কোহলির! তোলপাড় সোশ্যাল মিডিয়া, এল 'জবাব'
বিরাট কোহলির মাঠের পারফরম্যান্সে বর্তমানে সময়টা বেশ ভালই যাচ্ছিল। তবে সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ছোট একটি ঘটনার কারণে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁকে। বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রামের সেই ছবিতে যেখানে দেখা যায়, তিনি ভারতীয় টিভি অভিনেত্রী অভনীত কৌরের ছবিতে লাইক করেছেন।
advertisement
2/6
অভনীত কৌরের ভক্তদের পরিচালিত পেজের পোস্টে লাইক দিয়েছেন বিরাট কোহলি। অখ্যাত অভিনেত্রীর ছবিতে তার লাইক মানতে পারছেন না নেটিজেন ও ক্রিকেটভক্তদের অনেকেই। আবার কোহলির পক্ষেও দাঁড়িয়েছেন অনেকে। তবে সেই বিতর্কে আরও ঘি ঢেলেছে কোহলির ব্যাখ্যা।
advertisement
3/6
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় বিরাট কোহলি লিখেছেন, ‘আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই, আমি (ইনস্টাগ্রাম) স্ক্রলিংয়ের সময় অ্যালগরিদমের কারণে ভুলবশত এক জায়গায় প্রতিক্রিয়া পড়ে গিয়েছে বলে মনে হচ্ছে। এমন কাজের পেছনে কোনও উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি এই ঘটনায় অহেতুক কোনও আন্দাজ করা শুরু করে দেবেন না। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’
advertisement
4/6
কয়েক মাস ধরে স্যোশাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন কোহলি। তবে বলিউড অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিন ‍উপলক্ষ্যে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার তিনি ভালোবাসা-মাখা একটি পোস্ট করেন। সেই পোস্ট নেটিজেনদের কাছে প্রশংসা পেয়েছিল। স্ত্রীর প্রতি বিরাটের ভালবাসা প্রকাশের ধরণ দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। কিন্তু তার কিছু সময় পরই আরেক অভিনেত্রীকে কেন্দ্র করে তাঁকে বিব্রতকর অবস্থায় পড়তে হল।
advertisement
5/6
আইপিএল ২০২৫-এ এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৬৩.২৮ গড় এবং ১৩৮.৮৭ স্ট্রাইকরেটে ৪৪৩ রান করেছেন র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা। সর্বোচ্চ রানসংগ্রহকারীদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি। এবার ভাল খেলছে বেঙ্গালুরুও। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তিনে অবস্থান করছে।
advertisement
6/6
সব কিছু ঠিকঠাক থাকলে এবার বেঙ্গালুরুর প্লে-অফে ওঠার ব্যাপারে কোনও সমস্যা থাকার কথা নয়। তবে এর মধ্যে বিরাট কোহলি কিছুটা বিতর্কে জড়ালেন। আর তা নিয়ে এখন জলঘোলা শুরু হয়েছে।
বাংলা খবর/ছবি/খেলা/
Virat Kohli: ১৩ বছরের ছোট নায়িকার ছবিতে লাইক বিরাট কোহলির! তোলপাড় সোশ্যাল মিডিয়া, এল 'জবাব'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল