আজ 'বিরাট' দিন! কোহলি কেন 'কিং', দেখল দেশ! ৭২ বলের ঝড় আইপিএলে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli Century: কোহলি এদিন যাবতীয় কথার উত্তর দিয়ে গেলেন। ৭২ বলের এখকটা ঝড় উঠল যেন। জয়পুরে সেই জয় রাজস্থান সামলাতে পারে কি না সেটাই এখন দেখার। বিরাট কোহলি এই সেঞ্চুরিতে নির্বাচকদেরও বার্তা দিয়ে রাখলেন।
advertisement
1/7

যেদিন তিনি খেলেন, সেদিন আর কারও খেলার দরকার পড়ে না। সেদিন তিনিই খেলেন রাজার মতো। বিরাট কোহলি কেন কিং, আজ ফের দেখল গোটা দেশ।
advertisement
2/7
প্রাক্তনদের অনেকেই বলেছিলেন, বিরাট কোহলি নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত আওয়াজ চুপ করাতে আইপিএলকেই বেছে নেবেন। বাস্তবে হচ্ছেও তাই। আরসিবি হারলেও কোহলি উজ্জ্বল।
advertisement
3/7
এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭২ রানের ঝড় তুললেন বিরাট। করলেন সেঞ্চুরি।
advertisement
4/7
৭২ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেললেন কোহলি। আরসিবি করল ১৮৩ রান, তিন উইকেটে।
advertisement
5/7
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে বিরাট কোহলি থাকবেন না। এমন জল্পনা ছিল। তবে প্রাক্তনদের অনেকে বলেছিলেন, কোহলি ছাড়া টিম গড়া নির্বাচকদের পক্ষে অসম্ভব একটা কাজ।
advertisement
6/7
শোনা যাচ্ছিল, নির্বাচকরা ভাবছেন বিরাট কোহলি স্লো ব্যাটিং করছেন। যা টি২০ ক্রিকেটে দলের স্ট্র্যাটেজির সঙ্গে খাপ খাচ্ছে না।
advertisement
7/7
কোহলি এদিন যাবতীয় কথার উত্তর দিয়ে গেলেন। ৭২ বলের এখকটা ঝড় উঠল যেন। জয়পুরে সেই জয় রাজস্থান সামলাতে পারে কি না সেটাই এখন দেখার।