TRENDING:

Virat Kohli: নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলির সামনে ২টি বড় রেকর্ড গড়ার সুযোগ, দরকার মাত্র ৪২ রান

Last Updated:
Virat Kohli: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং এরপর বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া।
advertisement
1/5
নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলির সামনে ২টি বড় রেকর্ড গড়ার সুযোগ, দরকার মাত্র ৪২ রান
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং এরপর বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০২৬ সালের ১১ জানুয়ারি থেকে। বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজেই বিরাটের সামনে রয়েছে এক ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার সুযোগ।
advertisement
2/5
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে মাত্র ৪২ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন বিরাট কোহলি। এই কৃতিত্বের মাধ্যমে তিনি টপকে যাবেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার কুমারা সাঙ্গাকারাকে, যিনি ২৮,০১৬ রান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। বর্তমানে কোহলির মোট রান ২৭,৯৭৫।
advertisement
3/5
এই ৪২ রানই বিরাটকে পৌঁছে দেবে আরও একটি বিশেষ ক্লাবে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২৮,০০০ রানের গণ্ডি পার করা দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের মাত্র তৃতীয় ব্যাটার হবেন। এর আগে শুধুমাত্র সচিন তেন্ডুলকর এবং কুমারা সাঙ্গাকারাই এই কীর্তি গড়তে পেরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড অবশ্য এখনও সচিনের দখলেই।
advertisement
4/5
সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে বিরাট কোহলির ব্যাট যেভাবে আগুন ঝরিয়েছে, তাতে এই রেকর্ড ছোঁয়া কার্যত সময়ের অপেক্ষা। প্রায় ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমে দিল্লির হয়ে প্রথম ম্যাচেই অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে তিনি খেলেন দুর্দান্ত ১৩১ রানের ইনিংস।
advertisement
5/5
পরের ম্যাচে গুজরাতের বিরুদ্ধে শতক না পেলেও ৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কোহলি। দুই ম্যাচেই তার ব্যাটিংয়ে ভর করে জয় পায় দিল্লি। এই ফর্ম বজায় থাকলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেই বিরাট কোহলির নামের পাশে যুক্ত হতে পারে নতুন ইতিহাস।
বাংলা খবর/ছবি/খেলা/
Virat Kohli: নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলির সামনে ২টি বড় রেকর্ড গড়ার সুযোগ, দরকার মাত্র ৪২ রান
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল