Virat Kohli: ৪ বছর পরে একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে কিং কোহলি! নীচে নামিয়ে দিলেন সতীর্থকেই
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Virat Kohli: ফের চেনা জায়গায় বিরাট কোহলি। আইসিসির একদিনের ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এলেন কিং কোহলি।
advertisement
1/5

ফের চেনা জায়গায় বিরাট কোহলি। আইসিসির একদিনের ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এলেন কিং কোহলি। পর পর লম্বা রানের ইনিংসের সৌজন্যে ১৬৫৮ দিন পরে এক দিনের ক্রিকেটে রোহিত শর্মাকে সরিয়ে ফের শীর্ষে বিরাট।
advertisement
2/5
রোহিত শর্মা এক থেকে তিন নম্বরে নেমে এসেছেন, দুই নম্বরে রয়েছেন ডারিল মিচেল। ২০২১ সালের জুলাই মাসের পর বিশ্বের সেরা ODI ব্যাটার হলেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুজ্ঝে তিন ম্যাচের সিরিজে ১৩৫, ১০২, আর অপরাজিত ৬৫ রান করেছিলেন।
advertisement
3/5
এরপর তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাদোদরাতে প্রথম ODI-তে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন রবিবার। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে সিডনিতে ৭৪ রানে অপরাজিত ছিলেন কোহলি।
advertisement
4/5
নিউজিল্যান্ডের ডারিল মিচেল রোহিত শর্মাকে ছাপিয়ে গিয়েছেন, তার ৮৪ রানের ইনিংসের সৌজন্যে। এক দিনের ক্রিকেটে সেরা ১০ ব্যাটারদের তালিকায় বিরাট এবং রোহিত ছাড়া কেউ না থাকলেও কেএল রাহুলএক ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন।
advertisement
5/5
দীর্ঘ ৬ ম্যাচে বড় ইনিংস খেলার পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ২৩ রানে আউট হন বিরাট। দ্বিতীয় এক দিনের ম্যাচে রান পাননি রোহিতও, ৩৮ বলে ২৪ রান করে আউট হন তিনি।