Virat Kohli: ছেলে হওয়ার পর সন্তান সহ রেস্তরাঁয় বিরাট কোহলি, নেট দুনিয়ায় ঝড় তুলল ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: গত ১৫ তারিখ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে এসেছে দ্বিতীয় সন্তান। ২০ ফেব্রুয়ারি বিরাট কোহলি জানান পুত্র সন্তান হওয়ার কথা। একইসঙ্গে জানান ভামিকার ভাইয়ের নাম অকায়।
advertisement
1/5

গত ১৫ তারিখ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে এসেছে দ্বিতীয় সন্তান। ২০ ফেব্রুয়ারি বিরাট কোহলি জানান পুত্র সন্তান হওয়ার কথা। একইসঙ্গে জানান ভামিকার ভাইয়ের নাম অকায়।
advertisement
2/5
দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ভারতীয় দল থেকে ছুটি নিয়েছেন বিরাট কোহলি। লন্ডনেই জন্ম হয় বিরাটের পুত্র সন্তানের। এখনও পরিবার সহ লন্ডনেই রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
advertisement
3/5
কয়েক দিন আগে দ্বিতীয়বারের জন্য বাবা হওয়ার পর প্রথম ছবি প্রকাশ্যে এসেছিল বিরাট কোহলি। এক ফ্যান শেয়ার করেছিলেন কোহলির ছবি। লন্ডনের রাস্তায় দেখা গিয়েছিল বিরাটকে।
advertisement
4/5
এবার পুত্র সন্তান হওয়ার পর প্রথমবার লন্ডনের রেস্তরাঁয় সন্তান সহ দেখা গেল বিরাট কোহলিকে। আর চমক হল বিরাট কোহলির সঙ্গে ছিল ভামিকা। যদিও ভামিকার পিছন দিক থেকে তোলা ছবিটি। কোহলিকে পরিষ্কার বোঝা গিয়েছে। যেই ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
advertisement
5/5
প্রসঙ্গত, ভারতীয় দল থেকে ছুটি নিলেও ভারত-ইংল্যান্ড সিরিজে নজর রয়েছে বিরাট কোহলির। রাঁচিতে চতুর্থ টেস্ট ও সিরিজ জেতার পর ভারতীয় দলকে শুভেচ্ছাও জানিয়েছেন বিরাট কোহলি।