TRENDING:

Virat-Anushka: ভারতে আর থাকবেন না বিরাট-অনুষ্কা! 'পাকা খবর' দিলেন মাধুরী দীক্ষিতের স্বামী! কারণটা কী?

Last Updated:
অনুষ্কা এবং বিরাটের ভারত ছাড়ার কারণ জানালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে। এক পডকাস্টে অভিনেত্রীর স্বামী জানান, ভারত ছেড়ে দেওয়ার কারণ তাঁকে নিজেই জানিয়েছিলেন অনুষ্কা।
advertisement
1/6
ভারতে আর থাকবেন না বিরাট-অনুষ্কা! 'পাকা খবর' দিলেন মাধুরী দীক্ষিতের স্বামী! কারণটা কী?
প্রথম সন্তান জন্মের পর থেকেই ভারতকে কার্যত বিদায় জানিয়েছেন তাঁরা। অনুষ্কা শর্মা তো আর ভারতে থাকছেনই না। কোহলিও খেলার জন্য যেটুকু ভারতে থাকার, সেটুকুই থাকেন এখন। প্রশ্ন হল, তা হলে কি কোহলি-অনুষ্কা এবার লন্ডনেই থিতু হবেন!
advertisement
2/6
অনুষ্কা এবং বিরাটের ভারত ছাড়ার কারণ জানালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে। এক পডকাস্টে অভিনেত্রীর স্বামী জানান, ভারত ছেড়ে দেওয়ার কারণ তাঁকে নিজেই জানিয়েছিলেন অনুষ্কা। আর সেই কারণ বেশ অপ্রিয় সত্যের মতো।
advertisement
3/6
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছেলে অকায় জন্মের পর ঘনঘন তাঁদের লন্ডনে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে। অনেকে ধরেই নিয়েছেন, কোহলি ও তাঁর স্ত্রী, সন্তান লন্ডনেই পাকাপাকি থাকতে শুরু করবেন এবার থেকে। এবার ডা. নেনে বলেন, ‘ওঁর (বিরাট কোহলি) প্রতি আমার অগাধ শ্রদ্ধা। বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছে; ও নিপাট এক ভদ্রলোক।’
advertisement
4/6
ডা. নেনে আরও বলেন, ‘একদিন অনুষ্কার সঙ্গে কথা হচ্ছিল, যা বেশ চমকপ্রদ। ওরা (অনুষ্কা-বিরাট) লন্ডনে চলে যাওয়ার কথা চিন্তা করছে, কারণ এখানে তাঁরা তাঁদের সাফল্য উপভোগ করতে পারছে না। ওরা যা কিছুই করে না কেন আমরা তা উপলব্ধি করি, কারণ ওরা যা-ই করে তা-ই মনোযোগ আকর্ষণ করে। আমরা (তারকারা) প্রায়ই একা হয়ে পড়ি। অনুষ্কা ও বিরাট খুব ভাল মানুষ, এবং ওরা ওদের সন্তানদের স্বাভাবিকভাবে বড় করতে চায়।’
advertisement
5/6
ছেলে-মেয়েকে যাতে গ্ল্যামার দুনিয়া থেকে দূরে নিয়ে গিয়ে সাধারণভাবে মানুষ করতে পারেন, তাই জন্যই নাকি কোহলি ও অনুষ্কা এমন সিদ্ধান্ত নিয়েছেন। পাপারাৎজির আবদার, সেলফির ভিড় থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে চান তাঁরা। আর পাঁচজনের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠুক তাদের দুই সন্তান ভামিকা ও অকায়- এমনটাই চান বিরুষ্কা
advertisement
6/6
জন্মের পর থেকেই ছেলে-মেয়েদের ক্যামেরার সামনে আনেননি তারকা দম্পতি। সাবধানী চিন্তাভাবনা থেকেই ভারত ছেড়ে লন্ডনে সংসার পেতেছেন তাঁরা। এবার জানা যাচ্ছে, পাকাপাকিভাবেই তাঁরা লন্ডনে থাকতে শুরু করবেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Virat-Anushka: ভারতে আর থাকবেন না বিরাট-অনুষ্কা! 'পাকা খবর' দিলেন মাধুরী দীক্ষিতের স্বামী! কারণটা কী?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল