TRENDING:

বিরাট কোহলি বাবা হচ্ছেন! একদম পাকা খবর, জানিয়ে দিলেন 'প্রিয় বন্ধু'

Last Updated:
Virat Kohli will be father: আর দেরি নেই। খবর একেবারে পাকা এবার। বিরাট কোহলি দ্বিতীয়বার বাবা হচ্ছেন।
advertisement
1/7
বিরাট কোহলি বাবা হচ্ছেন! একদম পাকা খবর, জানিয়ে দিলেন 'প্রিয় বন্ধু'
খবর ছিল, দ্বিতীয়বার বাবা হচ্ছেন বিরাট কোহলি। তবে সেই খবরে সিলমোহর ছিল না। এবার একেবারে পাকা খবর জানিয়ে দিলেন কোহলির প্রিয় বন্ধু।
advertisement
2/7
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছেন না। বিরাট কোহলি বিশ্রাম চেয়েছিলেন। তখন খবর রটে, কোহলির মায়ের শরীর ভাল নয়। তবে সে খবর ভুল বলে জানিয়ে দেয় কোহলি পরিবার।
advertisement
3/7
বিরাট ও অনুষ্কা যে ফের বাবা-মা হচ্ছেন, তা এবার জানিয়ে দিলেন এবি ডিভিলিয়ার্স। তিনিই জানালেন হাঁড়ির খবর।
advertisement
4/7
এবি এদিন বলেন, কোহলিকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি। ও ছুটি নিয়েছে। কিছুদিন পরিবারের সঙ্গে কাটাতে চায়। তাই দুটো টেস্টে খেলছে না।
advertisement
5/7
এর পরই এবি বলেন, বিরাটের সঙ্গে কথা হচ্ছিল। তখনই জানতে পারলাম, ও আবার বাবা হচ্ছে। এই সময় স্ত্রীর পাশে থাকাটা কর্তব্য। ক্রিকেটার বলে ওর দায়বদ্ধতা আছে ঠিকই। তবে এই সময় পরিবারের পাশে দাঁড়ানোটাও দরকার।
advertisement
6/7
বিরাট বা অনুষ্কা কেউই এখনও এই খবরে সিলমোহর দেননি। তবে এবি কিন্তু কোহলির প্রিয় বন্ধু। তাঁর কাঁছে সঠিক খবর থাকবে বলে আশা করাই যায়।
advertisement
7/7
এর আগে বেশ কয়েকবার অনুষ্কার বেবি বাম্প দেখা গিয়েছে। আর বারবারই ক্যামেরা দেখলে তা আড়াল করার চেষ্টা করেছেন কোহলি ঘরণী।
বাংলা খবর/ছবি/খেলা/
বিরাট কোহলি বাবা হচ্ছেন! একদম পাকা খবর, জানিয়ে দিলেন 'প্রিয় বন্ধু'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল