Viral News: গোলকিপারের স্ত্রী-র সঙ্গে মিলন স্ট্রাইকারের! হাতেনাতে পড়েছিলেন ধরা, তারপর কী হয়েছিল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
কাতার বিশ্বকাপে একাধিক বিতর্কিত ঘটনা ঘটেছিল। যার মধ্যে অন্যতম হল সার্বিয়ার গোলকিপার প্রেদ্রাগ রাজকোভিচের স্ত্রী আনার সঙ্গে দলের তারকা স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ সম্পর্কে জড়িয়ে পড়া ও রাত্রি যাপনের অভিযোগ।
advertisement
1/6

কাতার বিশ্বকাপে একাধিক বিতর্কিত ঘটনা ঘটেছিল। যার মধ্যে অন্যতম হল সার্বিয়ার গোলকিপার প্রেদ্রাগ রাজকোভিচের স্ত্রী আনার সঙ্গে দলের তারকা স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ সম্পর্কে জড়িয়ে পড়া ও রাত্রি যাপনের অভিযোগ।
advertisement
2/6
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল সার্বিয়া। শেষ ম্যাচে সার্বিয়ার প্রতিপক্ষ ছিল সুইজারল্যান্ড। সেই ম্যাচে নামার আগে সামনে আসে চাঞ্চল্যকর অভিযোগ। গোলকিপারের স্ত্রী-র সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। যা ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে যায় বিশ্বকাপে।
advertisement
3/6
এমনকী আনার সঙ্গে দুসান একসঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা পড়েছেন বলেও অভিযোগ। যা নিয়ে নেট দুনিয়ায় জোর আলোচনা শুরু হয়েছিল সেই সময়। যা নিয়ে সমস্যা ও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সার্বিয়া দলকে।
advertisement
4/6
এমনিতে গোলকিপার প্রেদ্রাগ রাজকোভিচের স্ত্রী আনা দেখতে খুবই সুন্দরী ও হট। সোশ্যাল মিডিয়ায় তার ছবি ঝড় তোলে। আনার সঙ্গে প্রেদ্রাগ রাজকোভিচের সম্পর্কও খুবই ভালো। তাদের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘাটলেই দেখা যায়।
advertisement
5/6
কিন্তু এমন অভিযোগ ওঠায় খুবই বিরক্ত সার্বিয়ার স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ। তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে বলে জানিয়েছিলেন তিনি। তার স্ত্রী তাদাজিরা সঙ্গেও সম্পর্ক খুব ভালো বলে জানিয়েছিলেন দাসুন।
advertisement
6/6
দাসুন এত দিন পর বলেন,'সাধারণত এ ধরনের খবর যা শুনি বা দেখি, সেগুলো খুব একটা পাত্তা দেই না। আসলে যারা রটায় তাদের কাছে আর কোনো কাজ নেই। ওরা হয় হতাশ, না হয় খুব রেগে গেছে। আমি এর থেকে নিজের নাম সরাতে চাই।'