Vinesh Phogat: বিয়েতে অগ্নিসাক্ষী রেখে ৭ নয়, ৮ পাক ঘুরেছিলেন ভিনেশ ফোগাট ! কারণ জানলে প্রশংসা করবেন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Vinesh Phogat Marriage Life: অনেকেই বলছেন, এখনও কুস্তিকে অনেক কিছু দেওয়ার আছে ভিনেশের। আবেগের বশে সিদ্ধান্ত নিলেন। সে যাইহোক, ভিনেশ পদক জিতুন বা নাই জিতুন, অবসর নিন বা না নিন, তিনি লক্ষ লক্ষ ভারতীয়র অনুপ্রেরণা। তাঁর পরিশ্রম, কুস্তির প্রতি ভালবাসা, কারও অজানা নয়। ইদানীং তাঁর প্রেম নিয়েও ব্যাপক চর্চা চলছে নেটদুনিয়ায়।
advertisement
1/5

প্যারিস অলিম্পিক্সে ফাইনালের ঠিক আগে ১০০ গ্রাম ওজন বেড়ে যায় ভিনেশ ফোগাটের। ম্যাচে নামতে পারেননি। ডিসকোয়ালিফাই করা হয় তাঁকে। এই নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। অনেকেই এর পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। Photo: Instagram
advertisement
2/5
অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পরদিনই কুস্তিকে বিদায় জানিয়েছেন ভিনেশ। এমন আচমকা অবসর ঘোষণায় হতবাক গোটা দেশ। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, “মা, কুস্তি জিতে গিয়েছে। আমি হেরে গিয়েছি। আমার সাহস ভেঙে গিয়েছে। আর কোনও শক্তি অবশিষ্ট নেই। গুডবাই রেসলিং ২০০১-২০২৪। আপনাদের সবার কাছে চিরঋণী থাকব। দয়া করে (আমাকে) ক্ষমা করুন।’’ Photo: Instagram
advertisement
3/5
অনেকেই বলছেন, এখনও কুস্তিকে অনেক কিছু দেওয়ার আছে ভিনেশের। আবেগের বশে সিদ্ধান্ত নিলেন। সে যাইহোক, ভিনেশ পদক জিতুন বা নাই জিতুন, অবসর নিন বা না নিন, তিনি লক্ষ লক্ষ ভারতীয়র অনুপ্রেরণা। তাঁর পরিশ্রম, কুস্তির প্রতি ভালবাসা, কারও অজানা নয়। ইদানীং তাঁর প্রেম নিয়েও ব্যাপক চর্চা চলছে নেটদুনিয়ায়। বিয়েকে স্মরণীয় করে রাখতে আজব কাণ্ড ঘটিয়েছিলেন ভিনেশ। যা বোধহয় একমাত্র তাঁর পক্ষেই সম্ভব। কী করেছিলেন ভিনেশ?
advertisement
4/5
ভিনেশের স্বামী সোমবীর রথীও প্রাক্তন কুস্তিগীর। গ্রাম বালালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। স্পোর্টস কোটায় ভারতীয় রেলে চাকরি পেয়েছেন ভিনেশ। চাকরি করতে গিয়েই সোমবীরের সঙ্গে আলাপ হয় তাঁর। প্রথমে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতে দিল্লি বিমানবন্দরে পা রাখতেই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সোমবীর। একেবারে ফিল্মি কায়দায় আংটি পরিয়ে বাগদান সারেন তাঁরা।
advertisement
5/5
এরপর ২০১৮ সালের ১৪ ডিসেম্বর সাত পাঁকে বাঁধা পড়েন ভিনেশ ও সোমবীর। তবে সাত পাকে বলা ঠিক হল না বোধহয়। হিন্দু বিয়েতে অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘোরেন নবদম্পতি। প্রতি পাকে একটা করে শপথ নেন তাঁরা। কিন্তু ভিনেশ আর সোমবীর ৮ পাক ঘুরেছিলেন। অষ্টম পাকে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি খাওয়াও’-এর শপথ নিয়েছিলেন তাঁরা। তাঁদের বিয়েও ভিনেশের জীবনের মতোই, বৈচিত্রে পূর্ণ।